আজও প্রহর গুনি । জাকারিয়া আল হোসাইন
১১ ফেব্রুয়ারি ২০১৯
(শহীদ আতিকুল ইসলাম আপনের স্মরণে)
ফাগুনের রঙিন মেলা
গাছের ডালে ডালে
ফুটন্ত ফুলের কলি দেখে মনে হয়
ভুলে গেলাম বুঝি আপনের
লাল টগবগে রক্তের সমীরণ।
রক্তে মাখা সেই কফিনের সাদা পোশাকটি।
কিন্তু এ কি!
কেন জেগে উঠছে মনের ভেতর
ভুলে যাওয়া সেই কফিনের আর্তনাদ।
কেন কানে ভেসে উঠছে
মিছিলের সেই তীব্র তাকবিরের হুঙ্কার ধ্বনি।
কেন প্রশ্নবৃদ্ধ হচ্ছে আমার স্বীয় অন্তর।
পর্দার আড়ালে কাঁদছে মা
ছেলের কথা কল্পনায় স্মরে
বাবার আর্তনাদে হচ্ছে ভারি
গভীর রাতের জায়নামাজ।
তবুও কি থাকবে বসে নীরবে
ধরবে না তার রেখে যাওয়া
সেই পথের হাতিয়ার।
সত্যের আহবানে আজও ভাসে
আমার কানে
যার প্রতিটি কথাই অনুপম
যার সাথে কেটেছে জীবনের অনেকটা ক্ষণ
আজও সেই প্রহর গুনি।
আপনার মন্তব্য লিখুন