আত্মসমালোচনা । মো: সফিউচ্ছালাম লিমন
২৮ অক্টোবর ২০১৮
হিসাব নিকাশ শেষ করে
ঘুমাতে যখন যাই,
প্রিয় ভাইদের কথা মনে করে
প্রাণটা জুড়াই।
মনের কোণে ভেসে উঠে
রাতুল ভাইয়ের মুখ,
ছোট খাটো কত কাজের জন্য
দিয়েছি তারে দুখ।
আরো মনে মনে দুঃখেরক্ষণে
স্মৃতি ভেসে উঠে আসে,
প্রিয় কর্মীরা পায়নি আমাকে
কতদিন তার পাশে।
অবেলায় আমি দিয়েছি যে কাজ
সাইফুল ভাইয়ের তরে,
সেই কথা আজ পড়লে মনে
অশ্রু শুধুই ঝরে।
রাতুল ভাইয়ের চাওয়া ছিল কি
ঢের আশা ছিল তার,
ছোট খাটো কত আবদার আমি
পারিনি মিটাইবার।
এভাবেই শেষ হলো যে আমার
আজ আত্মসমালোচনা,
পরের দিনে কাজে পাই যেন
অনেক অনুপ্রেরণা।
আপনার মন্তব্য লিখুন