post

আবদুল হালীম খাঁ

এর দু’টি কবিতা

২৫ ফেব্রুয়ারি ২০২০
আমারও আছে অধিকার এখানে আমারও আছে অধিকার অধিকার নিয়েই এসেছি আমি। আমার জায়নামাজটা বিছাবো এখানে এখানে আমি থাকবো কিছুদিন। এই যে মাথার উপর নীল শামিয়ানা গাছের ফল আর নদীর জল মাঠের সবুজ গালিচা আর মুক্ত হাওয়া দিনের আয়নার পাশে রাত্রির শান্তির মায়াবী আঁচল এই তো যথেষ্ট আর কী চাই সুবহানাল্লাহ! এখানে আমার উত্তরাধিকারীদের জন্য একটি আবাসস্থল তুলাবো গড়ে একটি নিজস্ব রাস্তা তৈরি করবো আমার রাস্তায় চলবো আমি আমার কথা বলবো আমি কারো অধিকারে দেবো না হাত আমার অধিকারে কেউ দিও না বাধা। এই আসমানের নিচে এই আলো-বাতাসে এই জলে-স্থলে আমারও আছে অধিকার। এখানে দিও না হাত এখানে দিও না হাত এটা আমার বুক, লোকে বলে ফিলিস্তিন কতকাল যাবৎ লোম ওঠা কুত্তার মতো ইহুদিরা এখানে বিষকাঁটার মতো বিঁধে আছে। না নড়াতে পারছি না সরাতে পারছি কোনো দিকে দিনরাত যন্ত্রণায় করছি ছটফট। এখানে দিও না হাত এটা আমার হৃদয়। লোকে বলে কাশ্মীর হায়েনাদের নখরাঘাতে এখন ক্ষত বিক্ষত দিনরাত ঝরছে খুন দিনরাত জ্বলছে আগুন কষ্টে আমি ঘুমাতে পারছি না রাতে। এখন কেউ আমার সঙ্গে কথা বলো না আমার মন ভালো নেই আমার শরীর ভালো নেই এখন আমি আহত মুজাহিদের মতো যন্ত্রণায় ছটফট করছি দিনরাত।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির