আমাদের স্বপ্নগুলো
খাইরুল ইসলাম আদিব
২১ সেপ্টেম্বর ২০২১
আমাদের স্বপ্নগুলো কঠিন, শহীদের টগবগে খুনে রাঙা
প্রতিটি ফজরের আবছা আঁধারে এখনো শুনি হাইয়ালা’স সালাহ
মিনার, মিম্বার কিংবা ধূলিময় শহর হয়ে বেঁচে থাকে শহীদের আত্মা
আমাদের শিরায় শিরায় মিশে গেছে শহীদি স্বপ্নের পবিত্র উষ্ণতা
আমরাও বিক্রয় করেছি আমাদের স্বপ্নাবিষ্ট মুখ আর চোখ।
আমরা জেনেছি সাদা কফিন মানে মৃত্যু নয়; সিজদার অবসর
মাটির কবর মানে তো মণি মুক্তার আবরণে ফুলেল রাজপ্রাসাদ
রক্তের সিঁড়ি পেলে, আমরা তো পেয়ে যাই কাক্সিক্ষত মঞ্জিল
আরো যত সংঘাত, সংগ্রাম আসে ততো শক্ত হয় ঈমানী পলেস্তারা
ক্ষণে ক্ষণে অনুরণ করে তাগুতি বলয় ভাঙার জন্য জিহাদী জজবা।
উমরের ‘লিল্লাহি তাকবির’ আমাদের চেতনার প্রথম শাণিত সবক
খালিদের দুরন্ত ঘোড়ার খুরের ধূসরিত বালু আমাদের চোখের সুরমা
শহীদের ঘাম আর রক্তাক্ত শার্ট আমাদের অক্ষয় পথ নিশানা
আমরা কখনো পথ ভুল করি না, আমরা কখনো পথ ভুল করতে পারি না।
আমাদের জীবনের আদিগন্ত ছেয়ে আছে তাওহিদের উজ্জ্বল আরশ
আজন্ম উদ্যত পদাতিক সৈনিক মুসলমান
মরণ মন্ত্রে দীপ্ত ঘোষণায় অবিরাম কেটে সাফ করে যায় মেঘের খোলস...
আপনার মন্তব্য লিখুন