আমার প্রিয় সংগঠন
খাইরুল হাসান
১১ এপ্রিল ২০১৮
সংগঠন তুমি-
সবুজ শ্যামল ভরা প্রস্ফুটিত ফুলের বাগান
তোমার প্রেমে মুগ্ধ হয়ে ছুটে আসে হাজারো প্রাণ
সংগঠন তুমি-
শান্তির বারতা, মুক্তির প্রিয় ঠিকানা
শত হতাশার মাঝে তোমারই কাছে খুঁজি সান্ত্বনা।
সংগঠন তুমি-
অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান
জ্ঞান পিপাসায় খুঁজি তোমারই সন্ধান।
সংগঠন তুমি-
নিরাশার মাঝে আশার নীড়
তাইতো বার বার তোমারই কাছে করি ভিড়।
সংগঠন তুমি-
পথহারা পথিকের ক্লান্তির অবসাদ
দগ্ধ হৃদয়ে তুমি শান্তির আস্বাদ।
সংগঠন তুমি-
বহু জাতের ফুল-ফল গাছে ভরা উদ্যান
নানা মত পথের মানুষ তোমার ছায়ায় গড়েছে ঐক্যতান।
সংগঠন তুমি-
বটবৃক্ষের ন্যায় মজলুমের আশ্রয়স্থল
কত অসহায়ের হয়েছে ঠাঁই তোমারই ছায়াতল।
সংগঠন তুমি-
সীসাঢালা প্রাচীরের মত ভ্রাতৃত্বের বন্ধন
তোমার মাঝে নেই কোন ভেদাভেদ রয়েছে মায়ার বাঁধন।
সংগঠন তুমি-
পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গার স্রোতধারা
প্রবহমান স্রোতের মত সদা তৎপর তোমার কর্মধারা।
সংগঠন তুমি-
লাল-সবুজের পতাকায় অঙ্কিত নাম
৫৬ হাজার বর্গমাইলে ৬৮ হাজার গ্রাম জুড়ে তুমি বিরাজমান।
সংগঠন তুমি-
শিক্ষাঙ্গনের অশান্ত ক্যাম্পাসের শীতল ছায়া
পরিবারের অবাধ্য সন্তানের মুক্তির দাওয়া।
সংগঠন তুমি-
হযরত খাদিজা, আয়েশা, ফাতেমা রা:-এর মত মহীয়সী যারা
তোমার ছায়ায় আশ্রয় নিয়ে গড়েছে তাদের জীবনধারা।
সংগঠন তুমি-
অন্যায় অসত্যের বিরুদ্ধে সাহসী শ্লোগান
সত্য ন্যায়ের সমাজ গড়ার বিপ্লবী গান।
সংগঠন তুমি-
উত্তাল রাজপথের সাহসী বীর
তোমার শ্লোগানে কাঁপে বাতিলের শির।
সংগঠন তুমি-
ফসল ভরা মাঠে কৃষকের আশা
মুটে মজুর ও শ্রমজীবী মানুষের ভাষা।
সংগঠন তুমি-
আগামীর দেশ গড়ার প্রত্যাশা
তুমি মুক্তিকামী ছাত্র-জনতার আশা।
সংগঠন তুমি-
মিথ্যা মামলায় অভিযুক্ত ঘরবাড়ি ছাড়া কতজন
ভয় আতঙ্কে কাটছে তাদের ফেরারি জীবন।
সংগঠন তুমি-
চাকরির ক্ষতি, ব্যবসার ঝুঁকি, মিথ্যা অপবাদ
জীবনের বাঁকে বাঁকে শত বিদ্রুপ আর নিন্দাবাদ।
সংগঠন তুমি-
জালিম শাহির অন্ধকার কারাগার
তোমার মাঝে শুনা যায় কত অসহায়ের হাহাকার
সংগঠন তুমি-
সন্তানহারা মা, স্বামীহারা স্ত্রী, পিতৃহারা সন্তানের ফরিয়াদ
নির্যাতনের শিকার পঙ্গুত্বের অভিশাপ নিয়ে বেঁচে থাকা মানুষের আর্তনাদ।
সংগঠন তুমি-
অধ্যাপক গোলাম আযম, মাওলানা নিজামীর সভা সমাবেশের ভাষণ
আল্লামা সাঈদীর কুরআনের কথা, কবি মল্লিকের গান।
সংগঠন তুমি-
বদর, উহুদ, খন্দকের রক্তাক্ত প্রান্তর
শহীদ শিপন, মাসুম, মুজাহিদের বেদনা ভরা ২৮ অক্টোবর।
সংগঠন তুমি-
শহীদ নিজামী, মুজাহিদ, আ: কাদের মোল্লা, কামারুজ্জামান ...
যাদের পথ ধরে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত হাজারো প্রাণ।
সংগঠন তুমি-
গুম হওয়া অলিউল্লাহ, আল মোকাদ্দাসের মায়ের
প্রতীক্ষা।
ড. মাসুদ, দেলওয়ার, ডা: মানিকের মত লক্ষ ভাইয়ের ত্যাগ-তিতিক্ষা।
সংগঠন তুমি-
ঘাতকের বুলেটের আঘাতে ঝাঁঝরা করা বুক
জালিমের কশাঘাতে পিষ্ট হয়ে আছে কত যে দুঃখ
সংগঠন তুমি-
শহীদের রক্ত দিয়ে গড়া এক মজবুত প্রাসাদ
যার প্রতিটি পরতে পরতে রয়েছে ত্যাগের ইতিহাস।
সংগঠন তুমি-
এক সাগর রক্ত দিয়ে কেনা নাম
কোন কিছুর বিনিময়ে হয় না তার দাম।
সংগঠন তুমি-
শত হাসি-আনন্দ আর দুঃখ-বেদনার স্মৃতি হাজারো ইতিহাস
লিখে করা যাবে না তার ইতি।
সংগঠন তুমি-
অমূল্য ধন, হীরা, মণি-মুক্তা জহরত
তুমি যে আল্লাহ পাকের অনন্য রহমত।
সংগঠন তুমি-
তোমার লয় নেই, ক্ষয় নেই, তুমি আল্লাহর রশ্মি
তোমার নূরে আলোকিত হবে অন্ধকার এ শশী।
আপনার মন্তব্য লিখুন