post

এই কি আমার স্বদেশ

খুরশীদ আলম বাবু

০৩ ফেব্রুয়ারি ২০২১
যে দিকে তাকাই কেঁপে উঠে তাজা প্রাণ এই কি আমার মায়াময় দেশ- বুকের ভেতরে বেদনার ভায়োলিন বেজে উঠে বারবার চারিদিকে আজ মৃত্যুর পরিবেশ মানুষ হচ্ছে তার বলিদান তবুও কাটছে দিন- থামায় না কেউ দানবীয় কারবার চারিদিকে শুনি মানবীয় হাহাকার ঝরিয়েছে পর দুঃখের কালো কেশ- চেতনা আমার হয়েছে বল্গাহীন- তোমার আশায় চেয়ে আছি নির্নিমেষ। হে নুরানী বীর, কোথায় হারালে তুমি তোমাকে ডেকেছি আজ রাজপথে তোমাকে দেখেছি সময়ের রথে বুকের ভেতরে জমা হয় শত ক্রোধ আমরা চলেছি ব্যথাময় ক্ষতে বলে উঠে প্রতিরোধ কেন চেয়ে আছে নিপীড়িত নির্বোধ- ভেবেছো এবার বেঁচে যাবে কোনোমতে। এখানে চলছে শোষণের কারুকাজ তুমি আসলেই হাসবে আবার চরাচর ভূমি সেই ভরসায় আজো বসে আছি কাটুক লড়ায়ে আমার জিন্দেগানি হে নূরানী বীর, আমরা তো জানি তোমাকে ছোঁবে না লোভাতুর মৌমাছি এই বিশ^াসে মহাযাত্রার শুরু হলো আজ তুমিই বাঁচাবে বেদনা দীর্ণ মানবসমাজ।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির