post

একজন মালেকের প্রয়োজন

মুস্তফা মানিক

০২ জুলাই ২০২৪

একজন মালেকের প্রয়োজন সীমাহীন

শিক্ষার চত্বরে উল্লাসে বদজীন।

এইখানে দানবের উৎপাত- সমাবেশ;

শিক্ষার জৌলুস গলাটিপে করে শেষ।


আজ নেই প্রতিবাদ মিছিলের তাকবীর

চারপাশে কাপুরুষ নতজানু নতশির

দেব-দেবী-মূর্তির আর্চনা-গুণগান

করে আজ মুসলিম, সব যেন হাইওয়ান।


দেশ জাতি ধ্বংসের শেষ হলো আয়োজন

পরে আছি মুশরিক হিন্দুর আবরণ-

সমকামী ভন্ডরা নীতি কথা বলে যায়

জ্ঞানপাপী সুশীলেরা মাথা নেড়ে দেয় সায়।


শিক্ষিত শয়তানে ভরা দেখি গোটা দেশ

ধুঁকেধুঁকে এই জাতি মরে হয় নিঃশেষ

নাস্তিক মুরতাদে লেখে বই-সিলেবাস

মনি আর মুক্তো আজ দেখি হয় নাশ।


মালেকের পথ ধরো হে তরুণ হে কিশোর

আঁধারের শেষে আনো সকালের আলো-ভোর

জোরেশোরে তাকবীরে করো যদি প্রতিবাদ

এই দেশ-জাতি ফের আলোকের পাবে স্বাদ।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির