post

একজন সবুজ পাখি

শিহাব আন্দালিব

০৩ জুন ২০১৮
অনেক স্বপ্নের রঙ জেগে থাকে যে চোখে তার আলো নিভে গেলে মনটা ছেয়ে যায় বিষন্নতার জ্বরে যে বেদনার ঝড় তাণ্ডব তোলে বুকের ভেতর মনে হয় কষ্টের আগুন পোড়ায় হৃদয়ের সমস্তটুকু। দুঃখের দহন জেগে থাকে অহরাত্রি তারুণ্যের দীপ্ত আঁখির আঙিনায় যাদের আকাশ থাকে যাদের চোখের সান্নিধ্যে থাকে সূর্যের চোখের ঔজ্জল্য এবং যাদের বুকে থাকে ভোরের বহমান আলোর দীপ্তি তাদেরই একজন মনে হতো তাকে তাকে অর্থাৎ একজন ইবনুল ইসলাম পারভেজ একজন জীবন্ত প্রাণের প্রতিনিধি একজন সুন্দরের বাণী বাহক এবং সত্যের পতাকাবাহীদের অন্যতম আহা তার আনন্দের গল্পগুলো জমা আছে পৃথিবীর বাতাসের কাছে তার সুখ-দুখের চিঠিগুলো আজো পাঠ করে তার একান্ত সাথীরা তার নিঃশ্বাসগুলো এখনো দুলছে বাতাসের শরীরে প্রেরণার সংসারে লেখা আছে তার নাম তার আন্দোলিত আশ্চর্য দ্যুতির বিভা এবং হাসির ঔজ্জল্যে উদ্বোধিত স্বচ্ছতার মুখ যারা জীবনকে জীবনের কাছে আদর্শের শিখার মতো জ্বালিয়ে নিজে হয়ে যায় ইতিহাস পারভেজ সে ইতিহাসের এক অগ্রগণ্য প্রতিনিধি তাকে বেশ মনে পড়ে মনে পড়ে আবেগাক্রান্ত উচ্ছলতায় জীবনের সেতুগুলো ভেঙ্গে চলার চৈতন্যে এক সাহসীকে বুদ্ধিদীপ্ত কৌতুহল এবং প্রাণবন্ত বাক্যের উচ্চারক এক অসাধারণ অনুভূতি প্রকাশের অকপট তাকে মনে পড়ে বেশ মনে পড়ে ভেতর জগৎ যাদের খোলা যারা মনের দৃষ্টিতে দেখে পৃথিবীর রূপ তাদের নিজস্ব আকাশ থাকে তাদের দুঃখগুলো ক্রমাগত সুখের সান্নিধ্যে এবং সুখগুলো প্রশান্তির প্রার্থনায় জেগে থাকে বুকের পাশে যে মৃত্যুর নাম শহীদ এবং শহীদেরা মরে না কোনোদিন তাদের আত্মা হয়ে যায় জান্নাতের সবুজ পাখি।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির