আমাতুল্লাহ শারমিন # ১২ ডিসেম্বর ২০১৩ এর রাতের পর মুহূর্তেই অচেনা হয়ে গেলেন তিনি আমার কাছে, হয়ে গেলেন জীবন উৎসর্গ করা এক মহান নেতা, মুহূর্তেই আমার বাবার জীবনের সাধারণ কথাগুলো অসাধারণ গল্প হয়ে গেল, হয়ে গেল একটি জীবন, একটি ইতিহাস। কোটি মানুষের অনুপ্রেরণার কাহিনী পৃথিবীর আর কোন মানুষের জন্য এমন হাজার হাজার জানাজা পড়েনি মানুষ, এমন কোন দেশ কি বাকি আছে অথবা কোন শহরে! যেখানে আব্দুল কাদের মোল্লার জন্য হাত তোলেনি কেউ! এমনই সে সৌভাগ্য! ধীরে ধীরে আবিষ্কার হতে থাকল আমার কাছে আল্লাহ আমার আব্বুকে কেন এত বড় সম্মান দিলেন! তার জীবনের সাধারণ ঘটনা গুলো অসাধারণ হয়ে ধরা দিল আমাদের কাছে... কত সংগ্রাম কত সাধনার বিস্ময়কর সে ইতিহাস! অলৌকিক ঘটনায় ভরপুর, মৃত্যুর আগে এবং পরেও ... আমি একজন সাধারণের অসাধারণ হয়ে ওঠার কথা ভাবছি, গ্রামের এক মেধাবী ছেলের কথা ভাবছি বিশ্ববিদ্যালয়ের এক উদ্যমী ছাত্রের কথা ভাবছি একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের কথা ভাবছি স্নেহশীল পিতার কথা ভাবছি কর্মচঞ্চল এক সংগ্রামী মানুষের কথা ভাবছি সারা পৃথিবীর ভালবাসায় সিক্ত এক নেতার কথা ভাবছি। আল্লাহকে ভালবেসে হাসিমুখে মৃত্যুকে আলিঙ্গন করা এক আল্লাহপ্রেমিকের কথা ভাবছি কোনও অপশক্তির কাছে মাথা নত না করা ফাঁসির মঞ্চে এক সাহসী মুখের কথা ভাবছি। ‘শহীদ আব্দুল কাদের মোল্লা’ আমি আল্লাহর কাছে মোনাজাতে আপনার কথা ভাবছি।
আপনার মন্তব্য লিখুন