একটা নতুন সকালের অপেক্ষায়
রাফাত আহম্মেদ
০১ মে ২০২১
একটা নতুন সকালের অপেক্ষায় আছি
ভোরের নিদ্রা শেষে
পড়তে বসব টেবিলে
মায়ের হাতের খাবার খেয়ে
বইগুলো গুছিয়ে চলব বিদ্যাপীঠে।
একটা নতুন ক্লাসের অপেক্ষায়
যে ক্লাসে শিক্ষক শুনাবে
একটা নতুন পৃথিবীর কথা
আর শুনতে হবে না মহামারী
দেখতে হবে না মৃত্যু মিছিল
শুনবো না আর আহাজারি, আর্তনাদ
পৃথিবীর বুকে আর কোনো নরপশু
নিষ্পাপ নারীর উপর
পড়বে না ঝাঁপিয়ে
তাইতো একটা নতুন স্বপ্ন নিয়ে জাগি
মানুষ থাকবে মানুষের পাশে সুখে-দুঃখে
চারদিকে শুধু মনুষ্যত্বের বহিঃপ্রকাশ
চিকিৎসাবিহীন কারো যাবে না প্রাণ
জল, স্থল, আকাশপথ নিরাপদ থাকবে
মেধা আর যোগ্যতার যাচাইয়ে হবে চাকরি
থাকবে না কোনো ঘুষ-অনিয়ম
তাইতো নতুন দিনের অপেক্ষায় থাকি।
আপনার মন্তব্য লিখুন