post

একনজরে শিক্ষা ও ক্যাম্পাস সংবাদ

ছাত্রসংবাদ ডেস্ক

২৭ অক্টোবর ২০২৪

২৩ সেপ্টেম্বর-১৭ অক্টোবর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়াম সোসাল সায়েন্স  ইন প্র্যাকটিস’ কর্তৃক আয়োজিত ক্যাম্পাসে ছাত্ররাজনীতির ভবিষ্যৎ সংস্কারের রূপরেখা শীর্ষক একটি বৈঠক করেছেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাসহ সাধারণ শিক্ষার্থীরা। বৈঠকে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র আন্দোলনসহ অনেক দলের নেতারা তাদের অভিমত তুলে ধরেন। অধিকাংশ ছাত্রসংগঠন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি সংস্কার করে বহাল রাখার পক্ষে অভিমত প্রকাশ করেন। (৬.১০.২০২৪, বাংলাদেশ প্রতিদিন) 

- ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপমুক্ত ও ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য ক্যাম্পাসে ছাত্রলীগ নিষিদ্ধ চায় ঢাবিতে সক্রিয়  ছাত্রসংগঠনগুলো। (১০.১০.২০২৪, নয়া দিগন্ত)

- লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির ফেসবুক পোস্টে ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবুদ সাঈদকে সন্ত্রাসী আখ্যা দেওয়ায় তাকে চাকরিচ্যুত ও গ্রেফতারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। (১০.১০.২০২৪, নয়া দিগন্ত)

- ভারতে পুরোহিত কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা) সম্পর্কে কটুক্তি ও অপমানের প্রতিবাদ এবং ফিলিস্তিন, লেবাননে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। (০৩.১০.২০২৪, নয়া দিগন্ত)

- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল নামে এক যুবককে হত্যার অভিযোগে ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক শাহ মুহাম্মদ মাসুমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। (২৬.০৯.২০২৪, নয়া দিগন্ত)

- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে সত্যানুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। (১০.১০.২০২৪, নয়া দিগন্ত)

- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে দলটি। কমিটির সভাপতি মো: আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ। সাদিক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। (০৩.১০.২০২৪, প্রথম আলো)

- শিক্ষক আন্দোলন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নতুন সরকার গঠন শেষে দীর্ঘ ১১২ দিন পর ক্লাসে ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মাঝে ব্যাপক পরিবর্তন এসেছে বিশ্ববিদ্যালয় ও সামগ্রিক শিক্ষাব্যবস্থায়। পবিবর্তনের ধারাবাহিকতায় এবার ডাকসু নির্বাচন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। (২৪.০৯.২০২৪, ইত্তেফাক)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলের ছাত্রলীগ নেতাদের কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযান চালিয়ে রড, চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের আগে ছাত্রলীগের নেতাকর্মীরা উক্ত কক্ষগুলো ব্যবহার করত। (১৫.১০.২০২৪, জনকণ্ঠ)

রাজশাহী বিশ্ববিদ্যালয়

- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মেসে থাকা কালীন সময়ে মধ্যরাতে মানসিক হয়রানি, নির্যাতন ও মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মার্কেটিং বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর দপ্তরে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে। (২৫.০৯.২০২৪, জনকণ্ঠ)

- ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খাগড়াছড়িসহ কয়েকটি স্থানে চলমান মব জাস্টিসের প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। (২৩.০৯.২০২৪, নয়া দিগন্ত)

- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু প্রকল্পে দুর্নীতির বিষয়ে ৯ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ তদন্ত কর্মকর্তা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন ২২ সেপ্টেম্বর রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়ে এ ৯ কর্মকর্তাকে তলব করেন। (২৬.০৯.২০২৪, যুগান্তর)

- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের কারুশিল্প ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মনির উদ্দিন আহম্মেদ ওরফে টভেলের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি, হুমকি, অশ্লীল বার্তা, অশালীন মন্তব্য ও অ্যাকাডেমিক পরিসরের অনিয়মের অভিযোগ উঠেছে। (২৬.০৯.২০২৪, যুগান্তর)

- শিক্ষার্থীদের তোপের মুখে পরীক্ষা দিতে পারলেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অনার্স চতুর্থ বর্ষের সেকেন্ড সেমিস্টারের শিক্ষার্থী শুভ্র দেব সাহা। (০২.১০.২০২৪, ইত্তেফাক)

- অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ মো: আব্দুল্লাহ আল মামুনের অপসারণের দাবি জানিয়ে বিভাগে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। (০৩.১০.২০২৪, নয়া দিগন্ত)

রাজশাহী মেডিকেল কলেজ

- রাজশাহী মেডিকেল কলেজে আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ শিক্ষার্থী নির্যাতনসহ নানা অভিযোগে ছাত্রলীগের ২০ জন নেতাকর্মীকে শাস্তি দিয়েছে রামেক কর্তৃপক্ষ। তাদের মধ্যে ১৯ জনকে হোস্টেল থেকে বহিষ্কার ও তাদের ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ক্লাস-পরীক্ষাসহ সব অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে। অপর জনকে তিরস্কার করা হয়েছে। (০৩.১০.২০২৪, প্রথম আলো)

ময়মনসিংহ মেডিকেল কলেজ

- ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার সভাপতি-সম্পাদকসহ ২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। (০৬.১০.২০২৪, প্রথম আলো)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ

- ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে সাধারণ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে কলেজ অ্যাকাডেমিক কাউন্সিল। (০৫.১০.২০২৪, সংগ্রাম)

কৃষি বিশ্ব বিদ্যালয়

- ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত মালয়েশিয়ার নাগরিক এক শিক্ষার্থী এই অভিযোগ করেন। এই শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। (২৮.০৯.২০২৪, প্রথম আলো)

বরিশাল বিশ্ববিদ্যালয়

- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শুচিতা শারমিন। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। (২৪.০৯.২০২৪, ইত্তেফাক)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সাবেক নেতা শামীম মোল্লার হত্যায় মারধরের ঘটনায় হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা করছে প্রশাসন- এমন অভিযোগ উঠেছে। (২৩.০৯.২০২৪, যুগান্তর)

- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে নতুন মামলা দায়ের করাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। (২৬.০৯.২০২৪, ইত্তেফাক)

- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে মারধর ও হেনস্তার জেরে রাজধানী পরিবহনের ২৪টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। (০৯.১০.২০২৪, যুগান্তর)

- ঢাকার আশুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে গার্মেন্টস শ্রমিক কাওছার নিহতের প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। (০২.১০.২০২৪, নয়া দিগন্ত)

ইসলামী বিশ্ববিদ্যালয় 

- ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৪তম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। গতকাল রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রাণায়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহিনুর ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। (২৪.০৯.২০২৪, নয়া দিগন্ত)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

- বিশ্ববিদ্যালয় খোলার আগে হলগুলো শিক্ষার্থীদের জন্য উপযোগী করতে অভিযান শুরু করেছে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় প্রশাসন। অভিযানে শহীদ আবদুর রব হল ও শাহজালাল হলে অভিযান চালিয়ে ৩০টি রামদা, ১৮টি মদের বোতল ও পাঁচটি হেলমেটসহ লোহার রড ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। (০১.১০.২০২৪, নয়া দিগন্ত)

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজ উদ্দৌলা হলের ক্যান্টিনে ১২ লাখ টাকা বাকির একটি তালিকা প্রকাশ করেছেন ক্যান্টিন ম্যানেজার। বাকির সর্বোচ্চ তালিকায় রয়েছেন শেকৃবি শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ৪০৯ নং রুমের শিক্ষার্থী অনিক হাসান দুর্জয়ের কাছে ৪ লাখ ৯৪ হাজার টাকা, দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৭১ হাজার টাকা বকেয়া রয়েছে ২২৭ নং রুমের ছাত্রলীগের সহসম্পাদক এ কে এম তমাল আব্দুল্লাহর কাছে। প্রকাশিত এই তালিকায়  অধিকাংশ নামই ছাত্রলীগের পদধারী নেতাকর্মীদের। (০৮.১০.২০২৪, ইত্তেফাক)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ২০১৭-২৮ সেশনের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত রাব্বির বিরুদ্ধে ভর্তি জালিয়াতির অভিযোগ উঠেছে। সম্প্রতি পবিপ্রবি সাংবাদিক সমিতির অনুসন্ধানে জানা যায় তিনি অন্য একজনকে দিয়ে প্রক্সি দিয়ে ভর্তি হয়েছিলেন। (০৬.১০.২০২৪, ইত্তেফাক)

অন্যান্য ক্যাম্পাস

- ২০২৪ সালের অনুষ্ঠিত এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদের তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। (১৬.১০.২০২৪, সংগ্রাম)

- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলগুলোতে গত ১৫ বছরে যেসব নির্যাতনের ঘটনা ঘটেছে তার মধ্যে ৭৮ শতাংশ সাধারণ শিক্ষার্থীকে রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে নির্যাতন করা হয়েছে। এছাড়াও ১৪ শতাংশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ২ শতাংশ ছাত্রদলের রাজনীতি করার কারণে নির্যাতনের শিকার হয়েছে। ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ না করা, রাতে হলে গেস্টরুমের মিটিংয়ে অনুপস্থিত থাকাসহ বিভিন্ন কারণে নির্যাতন করার ঘটনা ঘটেছে। (০৯.১০.২০২৪, বাংলাদেশ প্রতিদিন)

- দেশে বর্তমান পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৫টি; এর মধ্যে ১৩টি বিশ্ববিদ্যালয় হচ্ছে মুজিব পরিবারের কয়েকজনের নামে। শেখ মুজিব, শেখ হাসিনার নামে প্রতিষ্ঠানের ছড়াছড়ি, মায়ের নামেও আছে বিশ্ববিদ্যালয়, দাদির নামে মেডিকেল কলেজ। বিশ্ববিদ্যালয়সমূহ একই নামে হওয়ায় বিপাকে পড়ছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। তাই বর্তমান সরকার এসব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের ব্যাপারে ভাবছে। (২৯.০৯.২০২৪, বাংলাদেশ প্রতিদিন)

- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটি। জুলাই আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে এখন পর্যন্ত এক হাজার পাঁচশত একাশি জন নিহতের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক উপ-কমিটি। এই আন্দোলনে আহত হয়েছেন ৩১ হাজারের বেশি ছাত্র-জনতা। (২৯.০৯.২০২৪, প্রথম আলো)

- ২০২৪ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় অক্টোবরের ১৫ তারিখে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে সকল বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব না হওয়া পরীক্ষা বাতিল করা হয়। বাতিল হওয়া বিষয়সমূহে পরীক্ষাগুলোর মূল্যায়ন হয়েছে পরীক্ষার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরের ভিত্তিতে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১১ লাখ ৩১ হাজার ১১৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৮ লাখ ৫৪ হাজার ৬৪৪ জন। গড় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন। (১৬.১০.২০২৪, প্রথম আলো) 

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির