post

ওরা পারবে না ইনশাআল্লাহ

মুহাম্মদ ইয়াছিন আরাফাত

০৭ মার্চ ২০১৮
তায়েফে পাথরের আঘাতে দেহ রক্তাক্ত করেও ওরা ইসলামের বিজয় ঠেকাতে পারেনি! নিজ দেশ থেকে বিতাড়িত করেও ওরা পারেনি! বদর ওহুদ খন্দকেও ওরা পারেনি আমাদের স্তব্ধ করে দিতে! রক্তচক্ষু হুমকি দিয়ে, শিয়াবে আবি তালিবে বন্দি রেখেও ওরা আমাদের পিছু হটাতে পারেনি! জ্বলন্ত কয়লার টগবগে আগুনে শরীর জ্বালিয়েও ওরা আমাদের এক আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা থেকে দূরে সরাতে পারেনি! ওদের দারুন নদওয়ার বৈঠক দারুণভাবে ব্যর্থ হয়েছে! বিপুল অস্ত্রে সুসজ্জিত যুদ্ধে ওদের তীরন্দাজ যোদ্ধারাও ব্যর্থ হয়েছে আবরাহার হস্তি বাহিনীতো ধুলায় মিশে গিয়েছে ব্যর্থ হয়েছে ওদের পাহাড়সম নানা ষড়যন্ত্র! কুতুব নুরসি বান্না মওদূদী ওমর মুখতাররা কখনো মাথা নত করেনি মাথা নত করেনি গোলাম আযম আবদুল কাদের মোলা নিজামী মুজাহিদ মীর কাসেম কামারুজ্জামানেরা ফাঁসির মঞ্চকে ওরা পরোয়া করেনি! জেল জুলুম গুম খুন নির্যাতনকে আমরা পরোয়া করি কী করে? আঘাত করে ওরা পারেনি আমাদের পিছু হটাতে ষড়যন্ত্র করে ওরা পারেনি বিতাড়িত করে ওরা পারেনি বন্দি করে ওরা পারেনি জেল জুলুম নির্যাতন করে ওরা পারেনি ফাঁসিতে ঝুলিয়েও ওরা পারেনি ওরা পারবে না ইনশাআল্লাহ। ঢাকা, ১২ মার্চ ২০১৮

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির