কালেমার পতাকা
মোশাররফ হোসেন খান
২৬ নভেম্বর ২০২১
কালেমার পতাকায়
উজ্জীবিত কাফেলা-
সবুজ পতাকা ওড়াবোই,
কি আছে ভয়
আল্লাহ সহায়
আগুনের দরিয়া ছাড়িয়ে
বাধার পাহাড় মাড়িয়ে
সাহসের সাথে হাত নাড়াবোই।
কঠিন শপথে হাতে হাত রেখে
বাতিলের মুখোমুখি দাঁড়াবোই,
কালেমার পতাকা
নীলাকাশে ওড়াবো--
ওড়াবোই।
ঘরে ঘরে আশার প্রদীপ জ্বালাবোই!...
কবুল করো ইয়া মাওলা
ইয়া মুজরিমিন
আমিন ছুম্মা আমিন
ইয়া রাব্বাল আলামিন।
আপনার মন্তব্য লিখুন