post

কুরআনের মিছিল । আহসান উল্লাহ

০৪ মে ২০১৯
আঁধারের কালো থাবা থেকে মানবতার মুক্তির তালাশে যে আলো বিচ্ছুরিত হয় হেরার গুহায়। সমুজ্জ্বল এ রশ্মি জন্ম থেকে মানুষের মনের আকাশে উদিত আলোর ধারায় কালোরাত্রি পোহায়। সে আলো নিভাতে চায় তারা ভারত বর্ষের জমিন থেকে ব্যস্ত কুটিল হিংস্র হলো আশাহত অবশেষে। আল-কুরআনের প্রেমিক যারা চাঁপাই বনের গভীর থেকে তাকবির দিয়ে জড়ো হলো মুসলিম রণবেশে। বিশ্ব দেখলো এগারো মে আলোকিত কুরআনের মিছিল আলো-আঁধারের সেই সাহসী লড়াই। তাকবির উঠে দমে দমে হায়েনার হিংস্র বুলেটের ঢিল শহীদের রক্ত ঝরানোর পর বুকে কুরআন জড়াই।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির