post

কুরআনের মিছিল

মতিউর রহমান মিয়াজি

২৭ মার্চ ২০২৪

লাওহে মাহফুজ থেকে নেমে এসেছে অবারিত নূরের নহর

আঁধার তাড়িয়ে আলোকিত করেছে পবিত্র শহর

পথহীন পথিক খুঁজে পেয়েছে জীবনের শ্বাশত পথ

পঙ্গপালের ন্যায় এসেছিল এই পথে শত উম্মত।


এসেছিল আবু বকর হামজা আলী উমর উসমান

নূরের শরাব পান করে তারা জুড়িয়েছে নিজ প্রাণ

আঁধারের দেয়াল ভেঙে গড়েছিল তারা ন্যায়ের প্রাচীর

যুগ যুগ ধরে পাহারায় ছিল শত খালিদের মতো বীর।


সেই নূর নিভিয়ে দিতে চেয়েছিল আবু জাহেলের দল

কত ষড়যন্ত্র করেছিল তারা কত ফন্দি ফিকির ছল

যুগে যুগে তাঁর অনুসারী হয়ে এসেছিল আরো কত!

কুরআনপ্রেমিক পাখিদের কাছে তারাও হয়েছে নত।


মহান রবের বাণী মুছে দেবে হিম্মত আছে কার?

যারাই এসেছে বাধা হয়ে এর তারাই হয়েছে ছারখার।

যুগে যুগে আরো আসবে জানি শীতল পদ্মমল

কিন্তু কুরআনের একটি বিধানও হবে না রদবদল।


ওয়াহিদ এসেছে সৈন্য নিয়ে চালাবে গুলি বুকে

কিন্তু কুরআনের পাখিরা মিলে তাও দিয়েছে রুখে

সারা পৃথিবীর সব মুমিনের রয়েছে এমনি দিল

তাকবির ধ্বনিতে মুখরিত হোক ফের কুরআনের মিছিল।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির