কুলখানি
ইমরান সাজিদ তন্ময়
২২ ফেব্রুয়ারি ২০২০
নিস্তব্ধ এ নগরীতে অন্ধকারের বুক চিরে
নেমে আসে ঝটিকা শোকের মিছিল
আমি হারাবার ভয়ে পাহারা বসাই
একজোড়া সদ্য ভেজা নৈশপ্রহরী।
আমি নির্লিপ্ত নয়নে চেয়ে থাকি
খোলা আকাশের জানালায়
মৃত্যুদূত কখন বয়ে আনবে আমার
প্রশান্ত হবার খোয়াবনামা!
মিনারচূড়া হতে মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে
আজানের বিপরীতে ভেসে আসে শোক সংবাদ
ঐ বুঝি জারি হলো ঘর ছেড়ে পালাবার পরোয়ানা।
চিরচেনা সঙ্গীরা ফুলের স্তূপ নিয়ে ছুটে আসে
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে
ভেজা চুলের চঞ্চু বেয়ে ঝরে পড়ে
বেদনাহত আত্মার কুলখানি।
জুমা মসজিদের ইমাম শিয়রে এসে
কান্নার ভান করে পাঠ করে-
‘হে প্রশান্ত আত্মা ফিরে যাও তোমার রবের দিকে’।
আপনার মন্তব্য লিখুন