কোন কবিতা লেখবো? । আলাউদ্দীন হাসান
২০ জুলাই ২০১৯
আমি কোন কবিতাটা লেখবো?
মাতৃভূমির আঙ্গিনাতে
স্বাধীনতা কবে দেখবো?
অসহায় যারা সারাদিন খেটে
পায় না দু’মুঠো অন্ন
অনায়াসে কারো সুখের পরশে
জীবন করে ধন্য
গরমের তাপে পায় না তো কেউ
ফ্যানের শীতল বায়ু
দুঃখে-কষ্টে দিন কেটে যায়
ধিকি ধিকি কমে আয়ু
যারা ক্লান্ত দেহে ধূলি মাখা গায়ে
ঘুমায় সারাটি রাত
মশার কামড়ে ছটফট করে
করে নাতো প্রতিবাদ
অভাব-দুঃখ লেগে থাকে যার
করে যারা হাহাকার
এসিডে ঝলসা তরুণীর দেখি
বুক ফাটা চিৎকার
মা বাবা হারা এতিম শিশুর
বেদনা ভরা বুক
লাঞ্ছিত নারী ধর্ষিতা মেয়ের
বীভৎস কালো মুখ
স্বাধীন আমার বাংলাকে বলি
স্বাধীনতা কবে দেখবো
তোমার পরশে স্মৃতির খাতায়
কোন কবিতাটা লেখবো?
আপনার মন্তব্য লিখুন