post

ক বি তা

১০ জুলাই ২০১৬
মোশাররফ হোসেন খান শহীদের পথ ধরে (স্মরণ : শহীদ আবদুল মালেক) শহীদের রক্ত ঝরেছে যেখানে সেখানে অশ্রু ফেলো না কেউ পাহাড় পর্বত গিরিশৃঙ্গ আর সাত সাগরের ঢেউ- মুহ্যমান, শহীদের জন্য মখমল বিছানো সপ্ত আসমান। শহীদের কবর রয়েছে যেখানে সেখানে রাখো সাহসী হাত দূরে যাবে ঝড় ঝঞ্ঝা বজ্র বৃষ্টি কেটে যাবে কালো রাত। তুমুল তুফান আসুক, আসুক বন্যা কিশতি হোক টালমাটাল শত শহীদের স্বপ্ন বুকে তুলে নাও কখনো ছেঁড়ো না শপথের হাল। এখানে গ্রাস করেছে তিমির রাত্রি বারবার হায়েনার হানা তোমরা ছড়িয়ে দাও বিশ্বব্যাপী মরু ঈগলের ডানা। যারা ভুলে যায় যাক, তোমরা ভুলো না তপ্ত রক্তের খবর তোমরা ভুলো না এখানে রয়েছে শত শহীদের কবর। শহীদের রক্ত ঝরেছে যেখানে সেখানে শক্তভাবে দাঁড়াও নব প্রভাতের জন্য দৃপ্ত শপথে সম্মুখে পা বাড়াও। ঐ শোনো শহীদ মালেকের আহবান- জেগে ওঠো সাহসী তরুণ জেগে ওঠো বাংলাদেশ, মুক্তির সংগ্রাম আজও হয়নি শেষ!....     সিরাজুল ইসলাম সোনালি মঞ্জিল আমরা একটি আন্দোলনের জন্য এসেছি এক মহাকাব্যিক সংগ্রাম এক প্রলয়ঙ্করী ধাক্কা বাতিলের বিষদাঁত ভেঙে সঠিকের স্থাপনের নকশা আঁকতেই আমাদের এ আন্দোলন। আন্দোলনের সাথীদের খোঁজে আজ আমরা এসেছি এসেছি, একদল সাহসী কর্মীর  খোঁজে একদল মর্দে মুজাহিদের খোঁজে একদল আল্লাহভীরু মুহসিনের খোঁজে খোদার ভালোবাসা পেতে যারা সদা পেরেশান। যাদের আত্মার মুতাওয়াজ্জা আরশের দিকে যাদের মঞ্জিল সোনালি সমাজের মধ্য দিয়ে বেহেশতের মখমল তখতের দিকে। এ আন্দোলন সস্তা কোন বুলির নাম নয় এ বিপ্লব শিশুর হাতের খেলনা নয় এ এক জাগ্রত স্বপ্ন এ এক ভিশনের নাম। এখানে আসতে গেলে সোজাভাবে চলতে গেলে হঠাৎ আসা আবেগকে ভর করে আসা যায় না। তিলে তিলে কঠিন বোঝা বইবার কথা মাথায় রেখেই এ বন্দরে ভিড়তে হয়। সব কিছু জেনে বুঝে নির্ঝঞ্ঝাট জীবনের খোলস ছেড়ে তীব্র মানসিক দৃঢ়তা নিয়ে অগ্রসর যদি হতে চাও, তবেই আজ- তবেই জানাই আমন্ত্রণ তোমায়।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির