post

চাকরিপ্রার্থীদের জন্য

ছাত্রসংবাদ ডেস্ক

০২ জুন ২০২৩

১. ‘পদ্মা’ ও ‘মধুবালা’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম? 

ক) জাতীয় ধানের নাম খ) উন্নত জাতের গম 

গ) উন্নত জাতের টমেটো ঘ) উন্নত জাতের তরমুজ

২. সংবিধানের কোন সংশোধনীতে বলা হয় যে, পরপর দুই মেয়াদের বেশি একই ব্যক্তি রাষ্ট্রপতি পদে থাকতে পারবে না?

ক) অষ্টম        খ) নবম         গ) সপ্তম        ঘ) একাদশ 

৩. বাংলাদেশ থেকে জমিদারি প্রথা বিলুপ্ত হয়-

ক) ১৯৪৮ সালে খ) ১৯৫০ সালে

গ) ১৯৫২ সালে ঘ) ১৯৬৪ সালে

৪. ‘লুসাই’ উপজাতি কোথায় বাস করে?

ক) শেরপুর খ) সিলেট

গ) রাঙ্গামাটি ঘ) নওগাঁ 

৫. ভাষাশহিদদের স্মরণে ‘জননী ও গর্বিত বর্ণমালা’ ভাস্কর্যটির ভাস্কর কে?

ক) মৃণাল হক             খ) শামীম শিকদার 

গ) হামিদুজ্জামান খান     ঘ) নভেরা আহমেদ

৬. কোন দেশকে প্রতিহত করতে ন্যাটো প্রতিষ্ঠিত হয়?  

ক) চীন                 খ) রাশিয়া

গ) বসনিয়া         ঘ) কসোভো

৭. ‘গোপন করার ইচ্ছাকে’ এক কথায় কী বলে? 

ক) জিগাংসা         খ) জিগীষা

গ) ঈদৃশ                 ঘ) জুগুপ্সা

৮. ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ আত্মজীবনী গ্রন্থটির রচয়িতা কে?

ক) বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ

খ) জিল্লুর রহমান

গ) মো. আবদুল হামিদ

ঘ) সৈয়দ নজরুল ইসলাম

৯. পরিশীলন: উৎকর্ষ :: স্থবিরতা : ?

ক) নিষ্ক্রিয়তা         খ) ধ্বংস

গ) অবনতি         ঘ) উন্নতি

১০. গাছটিতে এখনো ফল ধরেনি- correct translation is 

a) The tree has not yet born fruity

b) The tree has not yet given birth any fruit.

      c) The tree has not yet borne fruits.

d) The tree has not grown any fruit yet.

11. Shakespeare’s ‘King John’ is a successful - 

a) Comedy         b) Tragedy

c) Tragi Comedy d) Historical play

12. Fatal Consequence of  Doubt is the main theme of the Shakespeare’s play-

a) Twelfth Night b) Othello

c) Macbeth  d) Measure for Measure

13. Raihan stood in front of me.  Here in front is-

a) Noun phrase             b) Verbal phrase 

c) Prepositional phrase     d) Adjective phrase

14. I remember the place where I was born. Here where I was born is-

a) noun clause                 b) co-ordinate clause 

c) adjective clause            d) adverbial clause 

15. Pernicious means _

a) Appease                 b) Mollify

c) Deleterious         d) Noxious

16. Which of the following has no plural form?

a) analysis                 b) crisis 

c) soap                 d) louse 

17. He dived into the swimming pool. Here swimming is-

a) adverb                 b) adjective

c) gerund                 d) participle

18. He confessed his guilt. (Complex)

a) He confessed when he became guilty

b) He confessed that he was guilty  

c) He confessed because he was guilty

d) He confessed though he was guilty 

১৯. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কোন সদস্য দেশ সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে?

(ক) ৫ জন         (খ) ৬ জন

(গ) ৮ জন         (ঘ) ১০ জন

২০. ‘লিটল কর্পোরেল’ কার উপাধি?

(ক) লাল বাহাদুর শাস্ত্রী     (খ) বাহাদুর শাস্ত্রী

(গ) আল খাওয়ারেজমী     (ঘ) নেপোলিয়ান বোনাপার্ট 

২১. ‘হিউম্যান রাইটস ওয়াচ’ কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?

(ক) জার্মানি (খ) যুক্তরাজ্য

(গ) যুক্তরাষ্ট্র (ঘ) কানাডা

২২. ডঞঙ প্রতিষ্ঠিত হয় কত সালে?

(ক) ১৯৯৫ সালে (খ) ১৯৮৮ সালে 

(গ) ১৯৪৪ সালে (ঘ) ১৯৯৩ সালে

২৩. সার্কের বর্তমান পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা কত?

(ক) ৮ (খ) ১০

(গ) ৯ (ঘ) ১১

২৪. প্রোটিন তৈরি হয়-

ক) ফ্যাটি এসিড দিয়ে খ) অ্যামিনো এসিড দিয়ে

গ) গ্লুকোজ দিয়ে         ঘ) নিউক্লিক এসিড দিয়ে

২৫. তড়িৎ কারেন্ট হলো কোন তড়িৎ পরিবাহকের মধ্য দিয়ে-

ক) প্রোটনের প্রবাহ খ) ইলেকট্রনের প্রবাহ

গ) নিউট্রনের প্রবাহ ঘ) পজিট্রনের প্রবাহ

২৬. রেফ্রিজারেটরে হিমায়ক হিসেবে কোনটি ব্যবহৃত হয়?

ক) কম্প্রেসার খ) CHCL3

গ) H2O ঘ) F-22

২৭. অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সর্বোচ্চ?

ক) নিরক্ষীয় অঞ্চলে খ) পৃথিবীর কেন্দ্রে

গ) মেরু অঞ্চলে         ঘ) চন্দ্রপৃষ্ঠে

২৮.টেলিভিশনে কোন ধরনের তরঙ্গ ব্যবহৃত হয়?

ক) মাইক্রোওয়েভ খ) গামা রশ্মি

গ) এক্সরে         ঘ) আলোক তরঙ্গ

২৯. ‘সুরেশ’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? 

(ক) চরিত্রহীন (খ) দেবদাস

(গ) গৃহদাহ         (ঘ) পল্লীসমাজ

৩০. ‘বহুব্রীহি’ উপন্যাসের রচয়িতা কে? 

(ক) হুমায়ূন আহমেদ (খ) মাসুম রেজা 

(গ) সেলিনা হোসেন (ঘ) জিয়া হায়দার

৩১. ‘চার ইয়ারী কথা’ প্রমথ চৌধুরী রচিত- 

(ক) গল্পগ্রন্থ (খ) কাব্যগ্রন্থ

(গ) ভ্রমণকাহিনী (ঘ) প্রবন্ধগ্রন্থ 

৩২. ‘আকাল’ কার সম্পাদিত গ্রন্থ?

(ক) শামসুর রাহমান (খ) অমিয় চক্রবর্তী 

(গ) সৈয়দ ওয়ালীউল্লাহ্ (ঘ) সুকান্ত ভট্টাচার্য

৩৩. ‘অর্পণা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের চরিত্র? 

ক) রক্তকবরী খ) ডাকঘর

গ) বিসর্জন ঘ) মুক্তধারা

৩৪. ‘দুই বিঘা জমি’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের কবিতা? 

(ক) কবি ও কাহিনী (খ) ক্ষনিকা

(গ) কথা ও কাহিনী (ঘ) সঞ্চয়িতা

৩৫. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?

ক) দুরাকাঙ্খা, বাল্মীকী, মূহুর্মুহু

খ) দুর্ভাবনা, মিথস্ক্রিয়া, ব্যভিচার

গ) ত্রিভূজ, প্রনয়ণ, বিমর্ষ

ঘ) শিহরণ, মরুকরণ, শুন্য

৩৬. ‘ব্যাঘাত’ শব্দের বিশেষণ কোনটি?

ক) প্রতিঘাত খ) ব্যাহত

গ) ব্যাঘ্র         ঘ) বিঘ্ন

৩৭. ‘বীতিহোত্র’ এর সমার্থক কোনটি?

ক) অগ্নি         খ) অপলক

গ) লালসা ঘ) যঙ্গ

৩৮. ‘আদিষ্ট’ এর বিপরীত শব্দ কোনটি?

ক) নির্দেশিত খ) উপেক্ষিত

গ) নিষিদ্ধ ঘ) সিদ্ধ

৩৯. ‘কাঁদুনি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক) কাঁদ+নি খ) কাঁদো+উনি

গ) কাঁদ+উনি ঘ) কাঁদ+ইনি

৪০. ‘অকালমৃত্যু’ কোন সমাস?

ক) কর্মধারয় খ) তৎপুরুষ

গ) দ্বিগু ঘ) বহুব্রীহি

৪১. মালিহা ১০ কি.মি. উত্তরে যায়। তারপর সে ১৫ কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর ১০ কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে মালিহা কত কি.মি. দূরত্বে আছে? 

ক) ১৫ কি.মি. খ) ২০ কি.মি.

গ) ২৫ কি.মি. ঘ) ৩০ কি.মি

৪২. অপটিক্যাল ফাইবারের কয়টি অংশ?

ক) ২টি         খ) ৩টি

গ) ৪টি         ঘ) ৫টি

৪৩.  নিচের কোনটি মৌলিক লজিক গেট?

ক) NAND            খ) NCR

গ) XOR         ঘ) NOT

৪৪. কোনটি স্ক্যান টেক্সটকে সম্পাদনার উপযুক্ত টেক্সট- এ পরিবর্তিত করে?

ক) Touch Screen     খ) Image Scanner

গ) OMR                 ঘ) OCR

৪৫. রিফ্রেশের শর্টকাট কি কোনটি?

ক) F4             খ) F2

গ)  F3             ঘ) F5


উ ত্ত র মা লা

১.ঘ     ২.খ ৩.খ ৪.গ ৫.ক

৬.খ     ৭.ঘ ৮.গ ৯.গ ১০.গ

১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.গ ১৫.ঘ

১৬.গ ১৭.গ ১৮.খ ১৯.ক ২০.ঘ

২১.গ ২২.ক ২৩.গ ২৪.খ ২৫.খ

২৬.ঘ ২৭.গ ২৮.ক ২৯.গ ৩০.ক

৩১.ক ৩২.ঘ ৩৩.গ ৩৪.গ ৩৫.খ

৩৬.খ ৩৭.ক ৩৮.গ ৩৯.গ ৪০.খ

৪১.গ ৪২.খ ৪৩.ঘ ৪৪.ঘ ৪৫.ঘ

৪৬.ক ৪৭.খ ৪৮.গ ৪৯.ক ৫০.ক

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির