চাকরিপ্রার্থীদের জন্য মডেল টেস্ট
১১ ফেব্রুয়ারি ২০২১
১. শিস ধ্বনির সংখ্যা কত?
(ক) ২টি (খ) ৪টি (গ) ৩টি (ঘ) ৫টি
২. ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।’ এটি একটি-
(ক) জটিল বাক্য (খ) যৌগিক বাক্য
(গ) সরল বাক্য (ঘ) মিশ্র বাক্য
৩. নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?
(ক) এয়ো (খ) খানম (গ) বেগম (ঘ) সারী
৪. ‘শোক’ শব্দের বিপরীত-
(ক) অনুতপ্ত (খ) দুঃখ
(গ) ব্যথা (ঘ) হর্ষ
৫. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
(ক) বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
(খ) সুফিয়া কামাল (গ) মাহমুদা খাতুন (ঘ) স্বর্ণকুমারী দেবী
৬. জীবিকার তাগিদে বর্মা মুল্লুকে গিয়েছিলেন কোন সাহিত্যিক?
(ক) শওকত ওসমান (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) কায়কোবাদ (ঘ) ঈশ্বর চন্দ্র গুপ্ত
৭. ‘দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস?
(ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(খ) শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
(গ) ঈশান চন্দ্র বন্দ্যোপাধ্যায়
(ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
৮. মধ্যযুগের কবি নন কে?
(ক) জয়নন্দী (খ) বড়ু চণ্ডীদাস
(গ) গোবিন্দ দাস (ঘ) জ্ঞান দাস
৯. হীরক কোন মৌলের একটি বিশেষ রূপ?
(ক) স্বর্ণ (খ) সিলিকা
(গ) প্লাটিনাম (ঘ) কার্বন
১০. গ্রাফাইট কোন ধরনের শিলা?
(ক) জৈব শিলা (ক) পাললিক শিলা
(গ) রূপান্তরিত শিলা (ঘ) আগ্নেয় শিলা
১১. কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে?
(ক) মাইটোকন্ড্রিয়া (খ) নিউক্লিয়াস
(গ) লিউকোপ্লাস্ট (ঘ) ক্রোমোজোম
১২. অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে?
(ক) পেট্রোলিয়াম (খ) চন্দ্র
(গ) বৃহস্পতি (ঘ) সূর্য
১৩. দেশের ১ম বাজেট ঘোষণা কত সালে?
(ক) ৩০ জুন ১৯৭২ (খ) ৩০ জুন ১৯৭১
(গ) ১ জুন ১৯৭২ (ঘ) ১ জুন ১৯৭১
১৪. মেঘনা নদী কোন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
(ক) সিলেট (খ) ঢাকা
(গ) পটুয়াখালী (ঘ) বরিশাল
১৫. বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কী নামে পরিচিত?
(ক) কুষ্টিয়া গ্রেড (খ) ঝিনাইদহ গ্রেড
(গ) চুয়াডাঙ্গা গ্রেড (ঘ) মেহেরপুর গ্রেড
১৬. ২৪ আগস্ট ২০২১ নিউ ইয়র্কের প্রথম নারী গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
(ক) জ্যানেট ইয়েলেন (খ) কমলা হ্যারিস
(গ) ক্যাথি হকুল (ঘ) জিনেট র্যাংকিন
১৭. বাংলাদেশের সর্ব পূর্বের থানা-
(ক) কুমিল্লা (খ) আখাউড়া
(গ) ফেনী (ঘ) থানচি
১৮. বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত?
(ক) ৪ বছর (খ) ৫ বছর
(গ) ৩ বছর (ঘ) ২ বছর
১৯. ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?
(ক) উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
(খ) উন্নত জাতের ধানের নাম
(গ) দু’টি কৃষিবিষয়ক বেসরকারি সংস্থার নাম
(ঘ) উন্নতজাতের গমের নাম
২০. বাংলাদেশের সংবিধানে কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বর্ণিত আছে?
(ক) ১৪ নং ধারা (খ) ১৫ নং ধারা
(গ) ১৬ নং ধারা (ঘ) ১৭ নং ধারা
২১. কোন উমাইয়া খলিফার যুগে মুসলমানেরা স্পেন জয় করে?
(ক) মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রা.
(খ) আব্দুল মালিক বিন মারোয়ান
(গ) ওয়ালিদ বিন আব্দুল মালিক
(ঘ) উমর বিন আব্দুল আযিয
২২. জাতিসংঘের বাজেট বছরে কয়বার করা হয়?
(ক) ১ (খ) ২
(গ) ৩ (ঘ) ৪
২৩. কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কী?
(ক) দি চেকার্স (খ) মার্লবোরো হাউজ
(গ) হোয়াইট হাউজ (ঘ) বাকিংহাম প্রাসাদ
২৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরান কোন দেশকে সমর্থন করেছিল?
(ক) জাপান (খ) ইংল্যান্ড
(গ) রাশিয়া (ঘ) জার্মানি
২৫. নাগাসাকি দিবস কবে?
(ক) ৬ আগস্ট (খ) ৮ আগস্ট
(গ) ৯ আগস্ট (ঘ) ১০ আগস্ট
২৬. কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল?
(ক) ১/২ দৈর্ঘ্যদ্ধউচ্চতা (খ) দৈর্ঘ্যদ্ধপ্রস্থ
(গ) ২ দৈর্ঘ্যদ্ধপ্রস্থ (ঘ) ভূমিদ্ধউচ্চতা
২৭. ৪, ১১, ৮, ১৯, ১২.............
(ক) ২৫ (খ) ২৭
(গ) ২০ (ঘ) ৩০
২৮. একটি ছক্কার গুটি ছুড়ে মারলে জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত?
(ক) ১ (খ) ১/২
(গ) ১/৬ (ঘ)১/৩
২৯.x + y = 0 এবং 2x – y +3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
(ক) (-1/3, 1/3) (খ) (1,-1 )
(গ) (-3,3) (ঘ) (-1,1)
৩০. নিচের কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান দেশভুক্ত নয়?
(ক) সুইজারল্যান্ড (খ) নরওয়ে
(গ) আইসল্যান্ড (ঘ) ফিনল্যান্ড
৩১. সাগর গর্ভে নির্গত লাভা স্তূপীকৃত হয়ে সৃষ্টি হয়েছে-
(ক) ত্রিনিদাদ (খ) সেন্টমার্টিন দ্বীপপুঞ্জ
(গ) হাওয়াই দ্বীপপুঞ্জ (ঘ) ফিজি দ্বীপ
32. Synonym of - WRETCHED
(a) Poor (b) Foolish
(c) Insane (d) Strained
33. This could have worked if I ..... been more far-sighted.
(a) Have (b) had
(c) Might (d) would
34. Identifying correct sentence
(a) It is further from here.
(b) It is still further from here.
(c) What you say is far from the truth
(d) It is far from here
35. The antonym of ‘Panic’ is -
(a) Sit (b) laugh
(c) Dance (d) Relax
36. Nila always ............ black shoes.
(a) puts on (b) wears
(c) both are possible (d) none
37. Which of the following words can be used as a verb?
(a) Mister (b) Mistress
(c) Master (d) Mastery
38. CONDUCTOR : ORCHESTRA
(a) skipper : crew (b) thrasher : hay
(c) jockey : mount (d) driver : tractor
39. Find the odd-man-out --
(a) George Eliot (b) Joseph Conrad
(c) Thomas Hardy (d) James Joyce
40. Submarine Cable 'is the trim used in.......
(a) Telecommunication
(b) Information Technology
(c) Cable TV Network
(d) Navigational Communication
41. Windows is a (n) :
(a) Operating system (b) Application Software
(c) ROM (d) Spreadsheet
৪২. সিপিইউ-এর প্রধান অংশ নয় কোনটি ?
(ক) মেমোরি (খ) নিয়ন্ত্রণ ইউনিট
(গ) অপারেটিং সিস্টেম (ঘ) গাণিতিক যুক্তি ইউনিট
৪৩. গুগলের জনক কে?
(ক) হাওয়ার্ড এইকিন (খ) পেজ ও বিন
(গ) প্যাসকেল (ঘ) আবাকাস
৪৪. রবি উত্তর দিকে হাঁটা শুরু করলো। উত্তর দিকে ১৫ মিটার যাবার পর দক্ষিণ দিকে ঘুরে গেলো। দক্ষিণ দিকে ২০ মিটার হাঁটলো এবং পূর্ব দিকে ঘুরে গেলো। পূর্ব দিকে ঘুরে সে ১০ মিটার হেঁটে আবার উত্তর দিকে ঘুরে গেলো। উত্তর দিকে ঘুরে সে ৫ মিটার হাঁটলো। রবি তাঁর যাত্রাস্থান থেকে কত মিটার দূরে এবং কোনদিকে অবস্থান করছে?
(ক) ১০ মিটার, উত্তরে (খ) ১০ মিটার, দক্ষিণ
(গ) ১০ মিটার, পূর্বে (ঘ) ১০ মিটার, পশ্চিম
৪৫. ২০১০ সালের ১লা জানুয়ারি শুক্রবার ছিল। ৩১ ডিসেম্বর কী বার হবে?
(ক) রবিবার (খ) বুধবার (গ) শুক্রবার (ঘ) সোমবার
৪৬. ৯, ৩৬, ৮১, ১৪৪, ? what will be the next num?
(ক) ১৬৯ (খ) ২২৫ (গ) ২৫৬ (ঘ) ১৯৬
৪৭. Find the odd-man out.
(ক) ৮ (খ) ২৭ (গ) ৬৪ (ঘ) ৭২
৪৮. মনুষ্যত্ব বিকাশের সকল গুণাবলির বিকাশ ঘটায়-
(ক) শিক্ষা (খ) সমাজ (গ) রাষ্ট্র (ঘ) সবগুলো
৪৯. বাংলাদেশ সুশাসন প্রতিষ্ঠায় প্রধান প্রতিবন্ধক কোনটি?
(ক) দরিদ্রতা (খ) জনসচেতনতার অভাব
(গ) সম্পদের অপব্যবহার (ঘ) দুর্নীতি
৫০. বাংলাদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে-
(ক) ৩৯ নং অনুচ্ছেদে (খ) ৪০নং অনুচ্ছেদে
(গ) ৪১ নং অনুচ্ছেদে (ঘ) ৪২ নং অনুচ্ছেদে
উত্তরমালা
১. গ ২.গ ৩.ক ৪.ঘ ৫.ঘ ৬.খ ৭.ঘ ৮.ক ৯.ঘ ১০.গ ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.ক ১৫.গ ১৬.গ ১৭.ঘ ১৮.ক ১৯.ঘ ২০.ঘ ২১.ঘ ২২.খ ২৩.খ ২৪.ঘ ২৫.গ ২৬.ঘ ২৭.খ ২৮.খ ২৯.খ ৩০.ক ৩১.গ ৩২.ক ৩৩.খ ৩৪.ঘ ৩৫.ঘ ৩৬.খ ৩৭.ঘ ৩৮.ক ৩৯.ক ৪০.খ ৪১.ক ৪২.গ ৪৩.খ ৪৪.গ ৪৫.গ ৪৬.খ ৪৭.ঘ ৪৮.ক ৪৯.ঘ ৫০.গ
আপনার মন্তব্য লিখুন