জাগো বাঙালি
দিলশাদ নওশীন মুনিয়া
০৭ জানুয়ারি ২০২০
বঙ্গ ছেয়েছে বিষাদের রঙে
বাতাসে বিষের ছোঁয়া
সবুজের বুকে মলিনতা জেগে
সজীবতা গেছে খোয়া।
বাকশক্তির প্রয়াণ ঘটিয়ে
অবিচার করি লালন
আর কত কাল অসুর শক্তি
করবো প্রতিপালন?
জাগো নর-নারী, নবীন-প্রবীণ
‘স্বাধীন বাংলা’ বলে।
নতুন কোন ভোরের খোঁজে
একতার ছায়াতলে।
নির্যাতনের ভয়-ডর সব
পিষে ফেল পদতলে
চলো উদ্দামে সামনে এগিয়ে
স্বদেশ প্রেমের বলে।
চলো জালিমের অশুভ দিলের
বুকে খঞ্জর বসাই
হাতে হাত রেখে বিতাড়িত করি
রক্তপিপাসু কসাই।
সকলেই মোরা দুর্বল একাকী
‘একা’ নয় মিলে ‘সবে’
চলো বাঁচাই এ প্রাণের ভূমিকে
একাত্ম হয়ে তবে।
আপনার মন্তব্য লিখুন