জেগে ওঠো বাংলাদেশ
২১ ফেব্রুয়ারি ২০১৪
মোশাররফ হোসেন খান
জেগে ওঠো বাংলাদেশ
মুক্তির সংগ্রাম আজও হয়নি শেষ ॥
লাঞ্ছিত মানবতা
শঙ্কিত জনতা
ছেলে হারা মা আমার পাগল বেশ ॥
প্রতিদিন বেড়ে যায় লাশের সারি
প্রতিদিন ঘরে ঘরে কারুণ আহাজারি
বুলেটে বুলেটে ঝাঁঝরা গোটা বাংলাদেশ ॥
রক্ত-মিছিলে জনপদ ভাসে
লাশের ওপর নরপিশাচ হাসে
জালিমের রক্ত পিপাসা তবু অনিঃশেষ ॥
রক্ত নেয়া ছাড়া হায়েনারা কিছুই জানে না
মানুষ ও মানবতা শোষক মানে না
তাদের মনে কেবল হিংস্রতা বিদ্বেষ ॥
আপনার মন্তব্য লিখুন