টর্চার সেল
আহসান বিল্লাহ
০৯ নভেম্বর ২০২০
সন্তানহারা মায়ের আহাজারি
বিষাক্ত বাতাস
বাবার কাঁধে সন্তানের লাশ
অতঃপর গোরস্থানে যাত্রা॥
কত নির্মম, কত নিষ্ঠুর!
আমার পিঠে জখমের বেদনা আর-
থেমে যাওয়া রক্তের কাছে জেনো।
বর্বর কোনো ইতিহাস থেকে নয়-
বাংলার বিশ্ববিদ্যালয়ে টর্চার সেলে
নীরবে একবার কান পেতে শোনো॥
কত আহাজারি, আর্তনাদ দেয়ালের পরতে পরতে
কত অশ্রুজল শুষে নিয়েছে এ দেয়াল
মাজলুমের কত কান্না সে শুনেছে।
’৫২, ’৭১, স্বৈরাচার পতনের স্লোগান
অবশেষে গণতন্ত্রের গলা টিপে ধরার প্রতিবাদ
অধিকারের শত আন্দোলন, নীরবে গুনেছে॥
লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি
অতি সাধারণ ছাত্রের উদীয়মান স্বপ্ন
কিংবা পিতা-মাতার শেষ ভরসা।
নিথর হয়ে পড়ে থাকা অভিমানী দেহ
মামুন, নোমানী, আবুবকর, আবরার-
যাদের মা-বাবার চোখে আজও নামে বরষা॥
আপনার মন্তব্য লিখুন