post

তুমি প্রিয়তম জাকির আবু জাফর

২১ সেপ্টেম্বর ২০২০
  পৃথিবীর সব মানুষের তুমি পথ তুমি আনন্দ চির আনন্দ তুমি চির সুন্দর পথের দিশারি তুমি চিরদিন তুমি উজ্জীবিতের প্রাণ। ফুলের ঊর্ধ্বে আরও ফুল যদি থাকে সুরভীর চেয়ে আরও সুরভী কিছু তুমি সেই ফুল সেই সুরভীর বেশি ছুঁয়েছে সেসব পৃথিবীর বাতাসেরা। তোমার মুখের মধুর ভাষার ঘ্রাণ তোমার ন¤্র শব্দের কোলাহল পৃথিবীর সব ভাষার ঊর্ধ্বে জানি পৃথিবীর সব বাণীর অধিক সেরা। পৃথিবী তোমাকে পেয়েছে প্রাণের বুকে গেয়ে ওঠে তাই সমস্ত গান-পাখি নদীরা পেয়েছে স্বচ্ছতোয়ার গতি সমুদ্রময় জীবনের কলতান। জোছনার চেয়ে অধিক জোছনা তুমি জোছনা কেবলি বাহিরেই আলো ঢালে তুমি তো ভেতর বাহির করেছো আলো জ্যোতির অধিক জ্যোতির্ময়ী তুমি। তোমার পথের প্রার্থনাকারী যারা তোমার প্রেমের বিস্ময়ঘোরে মজে প্রেমের ঊর্ধ্বে আরও প্রেম যদি থাকে তোমার জন্য সে প্রেমের নদী ছোটে। তুমিই এনেছো মানুষের অধিকার তুমিই বলেছো মানুষ সকলে সমান শাদা আর কালো ব্যবধান নেই কোনো পৃথিবীতে আছে সকলের অধিকার। অন্যায়ভাবে খুন হয় যদি এক পৃথিবীর সব মানুষ খুনের সমান কেননা মানুষ সৃষ্টির সেরা প্রাণ কেননা মানুষ আল্লার প্রতিনিধি। তোমার হৃদয় আকাশের চেয়ে বড় সাগরের চেয়ে গভীর সে কথা জানি প্রতিহিংসায় কখনো জ্বলনি তুমি তুমি প্রিয়তম তোমাকেই ভালোবাসি।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির