post

দু’টি সনেট । সোলায়মান আহসান

২৬ সেপ্টেম্বর ২০১৮
দু’টি সনেট । সোলায়মান আহসানহে মুহাম্মদ!* হে মুহাম্মদ!* আমাদের ডাক তুমি শুনতে পাও কি মদিনার সুবাতাসে ভর করে যায় কি ক্রন্দন? মুসলিম মিল্লাতের কাটে আজ যন্ত্রণার ক্ষণ, আমাদের পরাজয়ে মুছে যাবে তৌহিদ, চাও কি? হে মুহাম্মদ!* আজ বিশ্বে চোখ রেখে যেদিকে তাকাই মার খায় মুসলিম- রক্তে ভাসে তারই মানচিত্র অধিকারহারা তারা, নেই কোন সত্যিকার মিত্র বিশ্বসভা অট্টহাসে- নির্লজ্জের, মুখেতে সাফাই। হে মুহাম্মদ!* আমাদের ক্রান্তিকাল আর কতো দিন? আর কতো রক্তপাত মৃত্যুর মহড়া দেখে দেখে শোধ করে যাবো শুধু পূর্বপুরুষের রক্ত- ঋণ; সান্ত¡নার মরু পার হবো ভোরের আশায় একে একে? আরশে আজিমে সদা সর্বময় আছেন আসীন হে মুহাম্মদ!* আমাদের মদদ পাঠাতে বলে দিন! * দরুদ পাঠ।   দু’টি সনেট । সোলায়মান আহসানরক্তাক্ত অক্টোবর সেদিন দেখেছি রূপ কিভাবে প্রকাশ্যে হলো খুন কিভাবে মানুষ হাসে প্রেতের বিকট অট্টহাসি মানুষের শবে চড়ে উন্মাতাল নৃত্য রাশি রাশি আর তারা টেনে আনে হাবিয়ার জ্বলন্ত আগুন। সেদিন কোথায় ছিল ‘মানবতা’ শব্দ কার বুকে শ্লোগান কোরাসে যারা শুকায় মুখের থুথু লালা কোথায় তাদের মুভি ক্যামেরা, মুখেতে ছিল তালা? তারাই ভরং করে বন্ধু সাজে হাতে পুষ্প শুঁকে। রাজনীতি এটা যদি, ওরা যদি হয় গণতন্ত্রী- যার সাক্ষ্য আজতক মানুষের হত্যা গুম খুন ওইসব মানুষেরা ছদ্মবেশী আর ষড়যন্ত্রী এবার চিনিয়ে দাও আকাশের উড়ন্ত শকুন। লোকালয়ে ঠাঁই নেই, উড়ে যাও ছিঁড়ে সুরতন্ত্রী রক্তাক্ত অক্টোবরের, শপথের এগিয়ে আসুন!

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির