post

দৃঢ়তার প্রতীক (শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর (রহ:) স্মরণে)

পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম

২৫ ডিসেম্বর ২০১৬
একটি অশ্বত্থ বৃক্ষ ঠাঁয় দাঁড়িয়ে ছায়া বিলিয়ে বিলিয়ে জীবনের প্রান্তিক পর্যায়ে এসেছে। কোলে আশ্রয় দিয়েছে শত পথিকের ক্লান্ত শ্রান্ত দেহকে সুনিপুণ আদর আর স্নেহে। বয়স বাড়ার কারণে নতুন বটের বেড়ে ওঠাকে খুব করে চেয়েছে দূর থেকে দেখে দেখে। চক্ষু শীতল চাহনিতে অপলক অন্তর্দৃষ্টির আশাবাদী অশ্রু গড়িয়ে প্রত্যাশা ঢেলে দিয়েছে নবীনের প্রতি। বৃক্ষের পাতাগুলো আজ বয়সের রঙ পেলেও খুব সতেজই আছে লকলকে ডগায় কুঁড়ি ফুটছে যেন! হঠাৎ করেই... শিলাদৃঢ় হৃদয়ে ছায়ার বিস্তারে অবিচল আশান্বিত দেহটা দৃঢ় থেকে দৃঢ়তর হয়েই চলে গেলো!...

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির