নৈঃশাব্দিক দীর্ঘশ্বাস । হেলাল আনওয়ার
০৭ মে ২০১৯
ভোরের পাখিরা, ঘুমিয়ে থেকো না আর
জাগো, রাত্রির শক্ত প্রাচীর ভেঙে
কুয়াশায় মুড়ে থাকা স্বপ্নহীন স্বপ্নের মাঝে
তোমাকে জাগতে হবে
জাগতে হবে রক্ত লাল পদ্মের মতো।
শৈবালতো পৌঁছে যায় ঢেউয়ের আঘাতে
কোনো একদিন আপন গন্তব্যে
সুদীর্ঘ রাতের প্রলম্বিত ছায়া মুছে
হয়তো দেখতে পাবে শিশির সিক্ত সবুজ দূর্বা
আপাতত জাগতে হবে তোমাকে।
এ রাত, নিষ্ঠুর নিয়মে বাঁধা বধির সময়
অলৌকিক আলোর প্রত্যাশায় ঝরে ঝরে পড়ে
অপ্রাপ্ত শিউলি ফুল
বর্ণিল আকাশে জমে থাকা মেঘ
তাড়াশে তপন পেয়ে হারিয়ে যাবে
শুধু জাগতে হবে তোমাকে।
সবুজ অরণ্যের দিকে রূপসী তারাগুলো
গভীর বিষণ্নতায় বিমর্ষ ভঙ্গিতে বলে-
জেগে ওঠো-
ডেকে ওঠো-
ঘুম ভাঙিয়ে দাও-
সুপ্ত শিয়রে জমা হয়ে আছে
আঁধারচারীদের নৈঃশাব্দিক দীর্ঘশ্বাস।
আপনার মন্তব্য লিখুন