post

নয়ন আহমেদ এর কবিতা

জেগে উঠতে হবে

০৬ নভেম্বর ২০১৭
  হাত-পা ছড়িয়ে যে আছে ঘুমের ভেতর- তাকে জেগে উঠতে হবে। যে আছে চেতনারহিত, দীর্ঘ অন্ধত্বের বাহুডোরে- তাকে দীর্ঘাঙ্গি হতে হবে। যে বাগাড়ম্বরপ্রিয়, শুধু কথায় কথায় চিঁড়া ভেজাতে চায়- তাকে জেগে উঠতে হবে। যে পরিবর্তন চায়, বিশ্বকে হাতের মুঠোয় চায়- তাকে এক্ষুনি জেগে উঠতে হবে। যে মানুষকে ভালোবাসতে চায়- তাকে প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর হতে হবে। এখনও ঘুমের দেশে ঘুরছো তুমি? শুনছো ঘুমরাজ্যের রূপকথা! সূর্য অস্ত যায়! মানুষের কান্নায় হাহাকার ঝরে! দানব ছড়ায় আগ্রাসন; দখল করবে প্রেম, বিশ্বাস, জীবন ও মমতা। দখল করবে তোমার চেতনা, তোমার সুউচ্চ বিবেক। নিঃস্ব হবে তুমি। আর্তনাদে পূর্ণ হবে সব শুভ্রতা। তোমার ‘বদর ’ ছিন্নভিন্ন করে দেবে। তোমার খন্দকের প্রজ্ঞা পুড়িয়ে দেবে। তোমাকে জাগতে হবে; তুমি প্রস্তুত হও। তুমি আলির তরবারি। তোমাকে জাগতে হবে; একনিষ্ঠ হও। তুমি ঈসা খাঁর তীব্র তলোয়ার। তোমাকে জাগতে হবে; তুমি স্থির হও। তুমি তিতুমীরের বাঁশের কেল্লা, মাথা উঁচু করা গৌরব। তোমাকে ঘুমের রাজ্য থেকে ফিরতে হবে বাস্তবের চৌকাঠে। তুমি হামজার সহোদর, তুমি মুহম্মদের সর্বশেষ সৈনিক। যে মানুষকে ভালোবাসবে, তাকে জেগে উঠতে হবে। তুমি মৃত্যুকে তুচ্ছ করে গোলাপের মতো জাগো।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির