post

ফিলিস্তিনি কিশোরের প্রার্থনা

২৪ মার্চ ২০২০
আকাশে তাকাই, তাকাই আকাশে বুঝি বা তোমার সাহায্য আসে! বুঝি বা তোমার আসে রহমত! চাতকের মতো চেয়ে থাকি পথ চোখের পানিতে ভিজিয়ে দুচোখ। দেখে হাসাহাসি করে কত লোক- হাসে ইউরোপ, হাসে আমেরিকা ইসরাইলের যত চামচিকা! হারিয়েছি ভাই, হারিয়েছি বোন জগতে কেউই নেই যে আপনÑ আগের যুদ্ধে পিতামাতা শেষ নতুন যুদ্ধে পুড়ছে স্বদেশ। ঘরবাড়ি সব দিয়েছে গুঁড়িয়ে; বোমার আগুনে মানুষ পুড়িয়ে হাসছে বেহায়া ইহুদি-খুনীরা; টগবগ করে শিরা-উপশিরা, ইসপিস করে খালি এই হাতÑ মনে হয় সব জালিমের দাঁত উপড়ে ফেলাই, ধরে তার জান আজরাইলের মতো মারি টান। কিন্তু, হে খোদা, সে-শক্তি নাই তাই তো কেবলি আকাশে তাকাই, চাতকের মতো তাকাই আকাশে- বুঝি বা তোমার সাহায্য আসে। কিন্তু কোথায় সাহায্য, হায়, বৃষ্টির মতো কেবলি মাথায় ঝরে ঝরে পড়ে ক্লাস্টার বোমা! সব ভুলচুক করে দাও ক্ষমা, দাও হে শক্তি, দাও বরাভয়, কাফেরের ’পরে দাও গো বিজয়।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির