বিজয় আসে ফিরে
নাবিউল হাসান
২৬ নভেম্বর ২০২০
বিজয় মানে স্বপ্ন ভাঙ্গা ঢেউ
থামিয়ে দিতে কেউ পারে না কেউ।
বিজয় আমার নির্ভরতা
নীরবতা নয়
বিজয় দেখে ওই আকাশের
সূর্যটা লাল হয়।
বিজয় আমার ন্যায়ের পথে
ভয়ের কিছু নয়
জুলুমকে তাই আর দেবো না
কখনও প্রশ্রয়।
বাংলাদেশের নবীন সেনা
ভয় করে না ভয়
পাহাড় নদী বন বনানী
সব করেছে জয়।
আসবে সুদিন লাল সবুজের
পথটি ধরে ফের
জুলুমবাজের খয়রাতিরা
টের পাবে ঠিক টের।
আপনার মন্তব্য লিখুন