post

বিবেককে দিন নাড়া । দীদার মাহদী

০১ নভেম্বর ২০১৯
বিবেক নামক বস্তু যাদের আছে একটা দাবি করছি তাঁদের কাছে যায় না থাকা বসে, মানবতার দেয়ালগুলো যাচ্ছে দেখুন ধসে। মিথ্যা জালে মুমিন যখন ফাঁসে ইবলিসেরই প্রেতাত্মারা হাসে হাত রাঙিয়ে খুনে, বিবেক তবু ঘুমিয়ে কেন এসব কথা শুনে? জাগিয়ে তুলুন বিবেককে আজ সবে এই জুলুমের বিহিত করতে হবে ঐক্যবদ্ধ হয়ে, আর কতকাল কাটবে এমন জুলুম সয়ে সয়ে। ধৈর্য সীমা ছাড়িয়ে গেছে তারা মজলুমেরা বিবেককে দিন নাড়া পতন ওদের হবে, আমরা যদি আম জনতা জেগে উঠি তবে।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির