post

ভালোবাসি

যাকিউল হক জাকী

০৫ ফেব্রুয়ারি ২০২১
কভু দেখি নাই তোমাকে আমি তাকিয়েছি যতবার তবু দেখেছি তোমাকে অন্তরে শতবার কখনো শুনি নাই কর্ণকুহরে মায়া ভরা কন্ঠস্বর মর্মে মর্মে তবু বাজে সে ধ্বনি স্মরণেও বরাবর তোমার স্মরণে খাদিজা ব্যাকুল সিদ্দিকও অন্তহীন আলী হায়দার জিননুরাইন ওমর ধরিল দ্বীন শক্ত চাপে পিষ্ঠ আঙুলে রক্ত গড়িয়ে যায় ব্যথায় সিক্ত বিবর্ণ আয়েশা নড়ে না যে মায়ায় গুহায় শায়িত ক্লান্ত শরীরে হিজরতের সে ক্ষণে শত্রু যেন চিনতে না পারে মাকড়সা জাল বোনে কত শত জন সপেঁছে সম্পদ করেছে জীবন দান রক্ত বিন্দু থাকিতে দেহে মোর লুটাতে দিবো না মান হে প্রিয় রাসূল, ভালোবাসি তোমায়; বুকে জাগে আশা তোমার স্মরণে তোমার দেখানো পথের পথিক; ভয় নেই কভু মরণে।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির