মামলা ঠুকে দিলে
দীদার মাহদী
১০ জানুয়ারি ২০২০
হিংস্র দানব কিছু পশু মিলে
কাজের সময় আমার ঘরে
হামলে পড়েছিলে।
আমার অফিস খেলে সবাই গিলে
পরিশেষে আমার নামেই
মামলা ঠুকে দিলে।
কেমন রাষ্ট্রে করছি বসবাস
দলের পোষা কুকুর করে
দেশের সর্বনাশ!
হক কথাকে করি যদি ফাঁস
দোষীরা নয় এই দেশেতে
আমিই হবো লাশ।
রিমান্ডে যাই আজকে আমি কেনো
সন্ত্রাসীরা ঘুরে বেড়ায়
তারাই রাজা যেনো।
সবকিছুরই শেষ আছে তা জানো
যা থেমে আজ ইবলিসেরই
প্রেতাত্মা ও দানো।
আপনার মন্তব্য লিখুন