post

যদি আমার ফাঁসির আদেশ হয়

আসাদ বিন হাফিজ

১৩ জুন ২০১৮
কাল যদি আমার ফাঁসির আদেশ হয় কাল যদি জলাদ আমার গলায় ফাঁসির রজ্জু পরায় হে আমার সংগ্রামী সাথীগণ হে আমার প্রাণপ্রিয় বন্ধুগণ হে আমার ভাই ও বোনেরা হে প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমার অনুরোধ রইলো: আপনারা কেউ বিচলিত হবেন না কেউ অবুঝের মতো কাঁদবেন না কেউ শোক করবেন না, কারণ জানবেন আমি আমার শ্রেষ্ঠ আকাক্সক্ষার ধন পেয়ে গেছি। আমার যদি ফাঁসি হয় বুঝবেন জীবনের চূড়ান্ত সফলতা পেয়ে গেছি আমি। আমার যদি ফাঁসি হয় বুঝবেন শত্রুর সাথে লড়াইয়ে আমিই শেষ পর্যন্ত বিজয়ী হলাম। আমার যদি ফাঁসি হয় শত্রু এমনভাবে পরাজিত হলো যে বেহেশতের বিনিময়ে অবশেষে জাহান্নামের বাসিন্দা হয়ে গেল। জাহান্নাম! হ্যাঁ, জাহান্নাম সেই ভয়ঙ্কর জায়গার নাম যার ভয়ে মুমিনের অন্তর পেন্ডুলামের মত অনবরত কাঁপতে থাকে। হে আমার সাথী ও বন্ধুগণ হে আমার ভাই ও বোনেরা হে প্রিয় দেশবাসী কাল যদি আমার ফাঁসির আদেশ হয় কাল যদি জলাদ আমার গলায় ফাঁসির রজ্জু পরায় আপনারা কোন বিক্ষোভ করবেন না সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এমন কিছু করবেন না যাতে আইন শৃঙ্খলা বাহিনী গুলি করার ফালতু অজুহাত পেয়ে যায়। আমার প্রতিপক্ষ এতটাই ভিতু যে, ভয়ে না চাইলেও ওদের হাত ট্রিগারে চেপে বসে। পুরো একটা সেনাবাহিনী ও তাদের সমুদয় অস্ত্রের চেয়েও আমার নামকে ওরা বেশী ভয় পায়। আর আমাকে ফাঁসি দিয়ে ওরা সেই ভয়মুক্ত হতে চায়। প্রিয় ভাই ও বোনেরা হে প্রিয় দেশবাসী আপনাদের জন্য রয়েছে অবিস্মরণীয় সুসংবাদ। আপনারা জানেন, রোম ও পারস্যের বিশাল সালতানাত আরবের কয়েকজন বেদুঈনের হাতে তছনছ হয়ে যাবে, এমন সংবাদকে পৃথিবীবাসী হেসেই উড়িয়ে দিয়েছিল। কিন্তু মুষ্ঠিমেয় বেদুঈনদের অশ্বখুরের ধ্বনিতেই মাটিতে লুটিয়ে পড়েছিল সে দুই বৃহৎ পরাশক্তি। সম্রাট কেনান জেলখানা থেকে মুক্ত করে সিংহাসন বুঝিয়ে দিতে বাধ্য হয়েছিল নবী ইউসুফকে। শুধুমাত্র প্রতিহিংসার বসে হাল আমলেও দীর্ঘ কারাবাসের পর নতজানু হতে হয়েছে মাহাথিরকেই। আনোয়ার ইব্রাহীমই শেষ পর্যন্ত কারাগার থেকে বেরিয়ে ক্ষমতার আপেলে কামড় বসিয়েছে। হে প্রিয় ভাই ও বোনেরা দেশবাসী জানে আমি কোন অপরাধ করিনি। আমাকে জেলখানায় বন্দী করা হয়েছে কেবলমাত্র প্রতিহিংসার কারণে। সুতরাং আমাকে ফাঁসি দেয়ার পর ইথারে ভেসে বেড়াবে একজন শহীদের পবিত্র ঘ্রাণ। সেই ঘ্রাণ যে মুমিনের নাসারন্ধ্রে প্রবেশ করবে, সেই একজন মুজাহিদের মত সিনা টান করে দাঁড়িয় যাবে। তাদের সম্মিলিত নিঃশ্বাসেই তছনছ হয়ে যাবে দুঃশাসনের সিংহাসন। ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে ফেরাউনের অপশাসন। এটা লাউ গাছ নয় যে দু’মাসেই ফল পেয়ে যাবেন। সবুরে মেওয়া ফলে। শেষ রাতের আরামের ঘুমটুকু উপভোগ করুন, একটু পরেই সূর্য উঠবে। আবার আজান হবে। মুসলির কলকাকলিতে মুখর হবে সোনালি দিগন্ত। পাখি ডাকবে, ফুল হাসবে। আপনি কি দেখবেন না সেই অপরূপ মোহময় হাসি? বন্ধুগণ! আপনারা আমার শেষ নসিহত শোনার জন্য উদগ্রীব হয়ে আছেন। আমার শেষ কথা খুবই স্পষ্ট। আপনারা সবাই কোরআনের মাঝে ডুবে যান। আপনাকে সামনে এগিয়ে চলার পথ দেখাবে কোরআন ও হাদিস। নিজেদের মধ্য থেকে সর্বোত্তম ব্যক্তিকে নেতা নির্বাচন করুন। মনে রাখবেন, নেতা আপনাদের মতই একজন মানুষ। তিনি যদি কোন ভুল করেন তার অংশীদার আপনিও। সময় থাকতে নেতাকে শুধরে দিন। খলিফা ওমরও যেমন জবাবদিহিতার বাইরে ছিলেন না তেমনি কোন মানুষই জবাবদিহিতার বাইরে নন। প্রিয় ভাই ও বোনেরা নেতার আনুগত্য করুন। আনুগত্য করুন পরিপূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে। চাটুকারিতা পরিহার করুন। মনে রাখবেন, আপনি আলাহর গোলাম। কোন ব্যক্তি বা দলের নন। আপনি হবেন আলিফের মতো সরল ও সোজা। বিজয় আপনারই জন্য অপেক্ষা করছে। হে আমার সংগ্রামী সাথীগণ হে আমার প্রাণপ্রিয় বন্ধুগণ হে আমার ভাই ও বোনেরা হে প্রিয় দেশবাসী কাল যদি আমার ফাঁসির আদেশ হয় কাল যদি জলাদ আমার গলায় ফাঁসির রজ্জু পরায়, আপনাদের কাছে আমার অনুরোধ রইলো : আপনারা কেউ বিচলিত হবেন না কেউ অবুঝের মতো কাঁদবেন না কেউ শোক করবেন না, কারণ জানবেন আমি আমার শ্রেষ্ঠ আকাক্সক্ষার ধন পেয়ে গেছি, আমার যদি ফাঁসি হয় বুঝবেন জীবনের চূড়ান্ত সফলতা পেয়ে গেছি আমি। আমার যদি ফাঁসি হয় বুঝবেন শত্রুর সাথে লড়াইয়ে আমিই শেষ পর্যন্ত বিজয়ী হলাম। ২২/৫/১৮। ভোর ৬টা।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির