post

শহীদেরা সদা জাগ্রত

০৭ জানুয়ারি ২০১৪
আবু সালেহ ইয়াহইয়া Shahideraআমাদের শহীদেরা সদা জাগ্রত চির সবুজ এক অরণ্য দ্রোহের আগুন জ্বেলে, রক্ত দিয়েছে ঢেলে নতুন এক প্রভাতের জন্য হাজারো স্বপ্ন আশা, স্বজনের ভালোবাসা দেয়নি তো কখনো প্রাধান্য আলেয়ার পিছুটান, ঘূর্ণিঝড় তুফান করেনি তো কভু ওরা গণ্য সাহসের তরী বেয়ে, বিজয়ের গান গেয়ে সুবাসিত ছিল যে তারুণ্য ভয়-ভীতি দূরে ঠেলে, সম্মুখে ছুটে চলে পিছু হটেনি কভু সামান্য দ্বীনের পথে চলে, আলোর মশাল জ্বেলে গড়েছে জীবন সে তো অনন্য খোদার বিধান মতে, সমাজ গড়ে যেতে ধরাকে ভেবেছে অতি নগণ্য স্বপ্নেরা জেগে আছে, ঐ টেবিলের কাছে চেয়ারটা পড়ে আছে শূন্য পাখির কূজন তানে, সাজানো ফুলবাগানে প্রভুর পরশে ওরা ধন্য।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির