চোখ মুদলেই আমি তোমাকে দেখতে পাই, মেঘের ভিতর থেকে আলোর বিচ্ছুরিত ফোয়ারা মনে হয়, আমাদেরই এক সহযাত্রী অন্ধকারের বেড়া ভাঙতে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ঊনসত্তরের রাত্রির ওপর আজ যখন দেখি আমাদের জন্য একটি আলোকিত পথ উদ্ভাসিত মালেকরা প্রকৃতপক্ষে কখনো একেবারেই নিঃশেষ হয়ে যায়নি দ্যাখো! অসংখ্য আলোকোজ্জ্বল মুখচ্ছবি এসে তোমার তৈরি করা পথের উপর দাঁড়িয়েছে। তাদের তৈরি করা পথের উপর দাঁড়িয়েছে। তাদের বুঝি শেষ নেই। আমি একজন বৃদ্ধ কবি, আমিও তোমার পথের উপরই হাতড়ে হাতড়ে দাঁড়িয়েছি। পাখির কলকাকলির মতো অসংখ্য তরুণ কণ্ঠস্বর আমার চেতনাকে ছাপিয়ে যাচ্ছে। কে জানে আমার বয়স কত? কে জানে আমি পৌঁছাতে পারব কিনা, যদি না-ও পারি, তবে এপথের উপরি আমার অবসান ঘটুক! এই আমার প্রার্থনা।
আপনার মন্তব্য লিখুন