post

শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম

১৭ সেপ্টেম্বর ২০১২
Chhatrasangbad পিতা- মাহতাব উদ্দিন আহমদ পিতার পেশা- অবসরপ্রাপ্ত মাতা- শামছুন নাহার রুবি মাতার পেশা- শিক্ষিকা (উপাধ্যক্ষ, ব্রাইটফোর ল্যাবরেটরি স্কুল, ঢাকা) বয়স- ১৬ বছর স্থায়ী ঠিকানা- ১৩০/১৬, বাগানবাড়ি, মাদারটেক, বাসাবো, সবুজবাগ, ঢাকা ভাই-বোন- দুই ভাই ও তিন বোন শিক্ষাজীবন- শাহাদাতের সময় তিনি সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন সাংগঠনিক জীবন- সংগঠনের সাথী ও ২৭ নং ওয়ার্ড দক্ষিণ সভাপতি ছিলেন শাহাদাতের তারিখ ও স্থান- ২৮ অক্টোবর ২০০৬ বায়তুল মোকাররমের উত্তর সড়কে ১৪ দলের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ নভেম্বর ২০০৬ ভোর ৪টায় ইবনে সিনা হাসপাতালে শহীদ হন শহীদ- ১৩১তম

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির