
শহীদ হোসাইন মুহাম্মদ মুজাহিদুল ইসলাম
শহীদ মুজাহিদের মা
১৬ আগস্ট ২০০৯
পিতা- মো: দেলোয়ার হোসেন
পিতার পেশা- ব্যবসা
মাতা- মাহমুদা দেলোয়ার মুন্নি
বয়স- ২২ বছর
স্থায়ী ঠিকানা- গ্রাম: কুলশ্রী,
পো: দরগাবাজার, উপজেলা: চাটখিল, জেলা: নোয়াখালী
ভাই-বোন- দুই ভাই ও এক বোন
শিক্ষাজীবন- শাহাদাতের সময় তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটির বিবিএ অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন
সাংগঠনিক জীবন- সংগঠনের সদস্য ও মিরপুর ১০ নং ওয়ার্ড সভাপতি ছিলেন
শাহাদাতের তারিখ ও স্থান-
২৮ অক্টোবর ২০০৬ বায়তুল মোকাররমের উত্তর সড়কে ১৪ দলের হামলায় আহত হয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে শহীদ হন
শহীদ- ১২৬তম
মায়ের দোয়া
মাহমুদা মানসুরী মুন্নী
কর্ণ আমার অষ্ট প্রহর প্রতীক্ষাতে থাকে
মুজাহিদ এসে মাগো বলে একটু যদি ডাকে।
ঘুমের আগে খোদার কাছে একটি দোয়াই করি
স্বপ্নের মাঝে সেই হাসি মুখ দেখতে যেন পারি।
ডিম ভাজি আর পান্তা ভাত দেখলে হত খুশি
হয়নি বলা ‘জাদু’ তোকে কতো ভালোবাসি।
তোর কারণে আজকে আমার অনেক ছেলে
সম্মান ও ভালোবাসা দিচ্ছে ওরা ঢেলে।
দু’চোখ আমার ছলছল অনেক দিন পরে
দোয়া করি মুজাহিদরা আসুক ঘরে ঘরে।
কবি : শহীদ মুজাহিদের মা
আপনার মন্তব্য লিখুন