শিক্ষা বাঁচাও
খন্দকার নূর হোসাইন
২৬ আগস্ট ২০২১
পড়ালেখা শিখলে শুধু মানুষ হওয়া যায় না,
দ্বীন ঈমানের শিক্ষা ছাড়া আলোর দেখা পায় না।
প্রচলিত শিক্ষাতে নেই পথ দেখানো বাতি,
তাই তো জুলুম শোষণ থেকে মুক্ত নয় এ জাতি?
ভার্সিটিতে পড়া ছেলে খুন খারাবি করে,
নেশা করে কেউ বা আবার অন্ধপথেই মরে।
ডিগ্রি নিয়ে কত জনে সুখের দেশে ঘুরে,
বৃদ্ধ বলে বাবা মাকে ছুড়ে ফেলে দূরে।
আজকে যারা দুর্নীতিতে দেশকে জখম করে,
খুঁজে দেখো মস্ত সনদ আছে তাদের ঘরে।
কলম হাতে চুরি করে দেশকে লুটে কারা?
নৈতিকতার শিক্ষা ছাড়া বিদ্যা নিলো যারা।
আম-জনতার ঘামের টাকায় ওদের বেতন ভাতা,
ঘুসের টাকায় ভরা তবু তাদের হিসাব খাতা।
কী দিয়েছে দেশকে তারা নিয়ে এত শিক্ষা?
প্রথম শ্রেণির জীবন পেয়েও লাগে ঘুসের ভিক্ষা।
পাঠ্যবইয়ে জুড়ে আছে সেক্যুলারি পড়া,
তাই তো এমন শিক্ষা দিয়ে যায় না মানুষ গড়া।
শিক্ষা বাঁচাও যুক্ত করে হেরা গুহার বাণী,
আলোকিত হবে সমাজ রাষ্ট্রজগৎ খানি।
আপনার মন্তব্য লিখুন