সময়ের চোখ
মাহফুজুর রহমান আখন্দ
০১ মে ২০২১
সময়ের চোখ থেকে
ফোঁটা ফোঁটা ঝরে পড়ে আলসে প্রহর
পাথরের বুক ঠেলে
উঠে আসে বাঁশরীর সুরেলা নহর
তোমার আগুন চোখে নোনাজল ঠেলে ওঠে
ভেসে যায় কেওকারাডাং
মানুষ মানুষ দ্যাখে দোয়েলের চোখে চোখে
নেচে ওঠে পুঁইয়ের মাচাং
গাঙচিল ডেকে যায় নীল খোঁজা পাখি
শাওনের মেঘ থেকে ঝরে নাকো জল
অস্থির পৃথিবীটা খোলে না তো আঁখি
দুঃখ কষ্টে মানুষ করে কোলাহল
বাঁচবার পথ নেই কাঁটা ফেলে ঢেকেছে আঁধার
চাঁদ নেই আলো নেই মাড়াবে কে বাধার পাহাড়!
বুকে বুকে জ্বেলে দাও সাহসের নূর
গভীর রজনী এলে সকাল তো নয় বহু দূর
বখতিয়ারের ঘোড়া ছুটে আসে শব্দটা শোনো
নিজেকে সাজাও তুমি মুক্তির দিনক্ষণ গোনো
আকসার দ্বার খুলে তুলে আনো বিজয়ের দিন
মানুষের বসবাসে আলোর হাসিতে ফিরে
ফুলপাখি মানবতা সুবাসিত হোক ফিলিস্তিন
অবসরে ছুঁড়ে দাও দাসখত আজ
ধূসর জীবনে মাখো রূপ-কারুকাজ।
আপনার মন্তব্য লিখুন