post

সাহসের উপমা

০১ আগস্ট ২০১৩
আল মাহমুদ সাহস হলো, বিদ্যুৎ চমকের মতো বিপদ আর মানুষের অসহায়তার ওপর দিয়ে যা হৃদয়ের ভেতর সঞ্চারিত হয়। কিংবা ঈমানের উপমা হলো সাহস। আল্লাহর পথে হাঁটতে গিয়ে অনেকেই ঝড়-ঝঞ্ঝার মধ্যে সেই অলৌকিক চমক দেখতে পান দেখতে পান রক্তের নদীর ভেতর একটি পদ্মফুল ভেসে যাচ্ছেÑ ফুলটি হলো তোমারই মুখ। ভাবো, আল্লাহর পথে বেরিয়ে পড়েছে অসংখ্য ঘোড়সওয়ার তাদের সামনে আগুন আর গন্ধকের নদী। তাদের সামনে রাত্রির অন্ধকার আর আশার ঝলকানি। তাদের বাম দিকে মৃত্যু আর পরাজয়ের হাহাকার। কিন্তু ডানদিকে এক বিশাল মাঠ, অফুরন্ত সবুজের মধ্যে অনন্তকালের বিস্তার।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির