সোনালি বিজয়
জাকারিয়া আল হোসাইন
২৭ আগস্ট ২০২১
খুব বেশি দূরে নয় কাফেলার জয়
ঈমান শক্ত করো থাকো নির্ভয়;
আসছে বাতাস বেগে রহমের ঢল
আর কিছু পথ চলো পাবে নিশ্চয়।
হতাশায় ডুবে নাকো মুমিনের প্রাণ
সব কাজে পায় তারা সুবাসিত ঘ্রাণ;
বাধার মুখেও ওরা দেয় হাতছানি,
সকলকে ভালোবেসে জড়ায় হৃদয়।
এ বাধা নতুন করে নয় আজকের
এসেছিলো যুগে যুগে নবী রাসূলের;
আমরা তাদের থেকে কত সাধারণ,
শঙ্কা কিসের বলো আজ আমাদের।
বাধার প্রাচীর ভেঙে হও আগুয়ান
গড়বো ধরার বুকে ফুলের বাগান;
আমাদের পৃথিবীতে আসবে আবার,
খোলাফায়ে রাশেদার সোনালি বিজয়।
আপনার মন্তব্য লিখুন