post

হজের হাকিকাত

আবুল খায়ের নাঈমুদ্দীন

২৮ জুন ২০২১
হজের ইচ্ছা আপনাকে ব্যাকুল করে তুলেছে কি? না হয় নতুন করে নিয়ত করুন। ইহরাম বাঁধাবস্থায় নিজেকে কবর যাত্রী মনে হলো কি? না হলে আবার ইহরাম বাঁধুন। ইহরামের তালবিয়া পাঠে নিজেকে মৃতদের দলে মনে হয়েছে কি? না হলে তালবিয়ার অর্থ বুঝুন, তারপর আবার পড়ুন। বাইতুল্লাহ দর্শনে আল্লাহকে রাজাধিরাজ মনে হয়েছে কি? না হলে আবার নতুন করে দেখতে যান। সাত চক্করের সময় নিজেকে আল্লাহর সামনে উপস্থিত মনে হয়েছে কি? না হলে আরো সাতবার ঘুরে আসুন। সাফা মারওয়ায় দৌড়ের সময় হযরত ইবরাহিমের ত্যাগ, হাজেরার কষ্ট আর ইসমাইলের কুরবানির কথা মনে না হলে আবার দৌড়ে আসুন। এতগুলো মানুষের মাঝে আপনি অতি ক্ষুদ্র মনে হয়েছে কি? না হলে আপনার চিন্তা চেতনায় ভুল আছে, শুধরে নিন। আরাফাতের ময়দানকে কেয়ামতের মাঠ মনে হয়েছে কি? না হলে আবার হজে যান, নিজেকে মৃত আবিষ্কার করুন তবেই আপনার হজে তৃপ্তির ঢেকুর তুলুন।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির