post

হেলাল আনওয়ার

এর কবিতা । ঈমানের অগ্নিশিখা

১৬ আগস্ট ২০১৯

এবার জাগতে হবে তোমাকে ভাসাতে হবে তরী স্রোতের বিপরীতে জনাকীর্ণ মিছিল আঁধার ঠেলে সম্মুখে এবার আনতে হবে সোনালি আলো শান্ত প্রভাত। কোথায় তারিক বিন যিয়াদ? কোথায় সালাহ উদ্দীন? কোথায় বখতিয়ার? আর দেরি নয়, সংগ্রামী সিপাহসালার লক্ষ কোটি আলোর পিয়াসী স্ফটিকের মতো চেয়ে আছে দিগন্তের শূন্য সীমানায়। ওরা আকাশের নীল ছুঁতে চায় জোসনার রূপালী আলো পেতে চায় মুক্তি চায়; বাঁচতে চায় নির্মল বাতাসের প্রশ্বাসে। সম্ভবত এ পৃথিবী বড় অনুপযোগী মানুষের জন্যে সত্যের পেয়ালা হাতে মৃত্যু প্রত্যাশী খাব্বাব, খুবাইব, হামজার মতো পর্বতসম বুক চিতিয়ে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত অবধি সিংহ শার্দুলের মতো তেজী অশ্বের মতো সাইক্লোন আর ঝড়ের মতো ঈমানী শক্তি নিয়ে অপেক্ষমাণ হাজারো জনতা। আর ঘুমিয়ে নয়-এবার জাগতে হবে তোমাকে পৃথিবীর অলিন্দে অলিন্দে পৌঁছে দিবে সত্যের আযান এসো বিলাল এসো আম্মার এসো আলী, ওমর! কোটি মানুষের ভয়ার্ত বুকে দাবানলের মতো প্রজ্বলন করো ঈমানের অগ্নিশিখা।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির