post

ওরা ভয় দেখায়

চৌধুরী রাহাত হোসেন

০৬ অক্টোবর ২০২১
ওরা আমাদের নির্যাতনের ভয় দেখায়! নির্যাতন করতে করতে হাত কেটে নিলে, পা ভেঙে দিলে, নির্যাতনের আর কী বাকি থাকে? এই পা কাটা, হাত কাটা মানুষগুলোই এসে আমাদের প্রেরণা দেয়। ওরা আমাদের মামলার ভয় দেখায়! অথচ জেলে বসে আমরা মাদরাসায়ে ইউসুফিয়ার পাঠ নেই। শত শত মামলা মাথায় নিয়ে আমাদের দায়িত্বশীলদের হাসিতে আমরা এখন স্বপ্ন দেখি। ওরা খাদ্য ও ক্ষুধার ভয় দেখায়! কিন্তু ওরা জানে না, স্বয়ং রাজ্জাক আমাদের সাথে। কুকুর-বিড়ালের মতো আমরা শুধু খাওয়ার জন্য বাঁচি না, আমরা ক্ষুধায় পেটে পাথর বাঁধতে জানি। ওরা ভয় দেখায়, নির্বাসনের! তারা ভুলে যায় মদিনায় নির্বাসন আমাদের বিজয় এনে দিয়েছে। সমগ্র পৃথিবীকেই আমরা আমাদের দাওয়াতের ক্ষেত্র মনে করি, আমরা বিশ্বাস করি বিশ্বায়নের এ যুগে, বিপ্লব কোথাও কেন্দ্রীভূত থাকবে না। সব শেষ ওরা মৃত্যুর ভয় দেখায়! আর আমরা শহীদি মৃত্যুর আকাক্সক্ষা নিয়ে বাঁচি। আমাদের নেতারা হাসতে হাসতে ফাঁসির রশিতে ঝুলে প্রমাণ করেছেন, মৃত্যুই জীবনের শেষ না। তারা বলেছেন, ‘শেয়ালের মতো হাজার বছর বাঁচার চেয়ে, সিংহের মতো একদিনও বাঁচা ভালো।’

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির