post

জাগ্রত বর্ণমালা

মোশাররফ হোসেন খান

০২ ফেব্রুয়ারি ২০১৭
এ আমার হাজার বছরের প্রবীণতম সদা জাগ্রত বর্ণমালা- শস্যভার ক্ষেতের সৌরভ, সবুজের সমারোহ গন্ধরাজ সন্ধ্যার তন্ময়, জোনাকির উৎসব স্রোতস্বিনী নদীর কলতান, ঢেউ টলোমল পদ্মদিঘি মৃত্তিকার সুতীব্র অহঙ্কার। এ আমার গৌরবান্বিত বর্ণমালা- অশেষ সংক্ষোভ, সংগ্রাম আর অনিঃশেষ স্বপ্নের প্রান্তর। এ আমার সবুজ পল্লবে ঢাকা দোয়েলের শিস রাখালের মুক্তকণ্ঠের সুর, ভাটিয়ালি মুখর সঙ্গীত, পাখির প্রশান্ত নীড়, এ আমার লাঙলের ফলা, হাওয়ায় ফেঁপে ওঠা গহনা নৌকার বাদাম, কুমোরের সুনিপুণ কারুকাজ; আমার প্রিয় বর্ণমালা- কখনো শালবৃক্ষের মতো সুদৃঢ় আবার কখনো বা মায়ের মায়াবী আঁচল। এ আমার নিত্যকার উচ্চারিত দীপ্ত বর্ণমালা- যেন তারাখচিত অনেক আকাশ, অগণিত শুভ্র মহাদেশ। প্রতি মুহূর্তের অনুভবে ঐশ্বর্যমণ্ডিত এক নান্দনিক শিল্প সম্ভার, আমার প্রিয় বর্ণমালা- সর্বকালের অবিনাশী গর্বিত অলঙ্কার।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির