post

শহীদ রফিকুল ইসলাম

০৮ সেপ্টেম্বর ২০১২
Chhatrasangbadপিতা- মো: আমির হোসেন পিতার পেশা- কৃষক মাতা- মোছা: রোকেয়া খাতুন মাতার পেশা- গৃহিণী বয়স- ১৫ বছর স্থায়ী ঠিকানা- চরযাত্রাপুর, যাত্রাপুর, কুড়িগ্রাম ভাই-বোন- ২ ভাই ও ২ বোন শিক্ষাজীবন- শাহাদাতের সময় তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন সাংগঠনিক জীবন- সংগঠনের সাথী ও যোগদাহ ইউনিয়ন সেক্রেটারি ছিলেন শাহাদাতের তারিখ ও স্থান- ২৮ অক্টোবর ২০০৬ ১৪ দলের কৃখ্যাত সন্ত্রাসীদের লগি-বৈঠার পৈশাচিক আঘাতে আহত হয়ে বিকাল ৩.৩৫ মিনিটে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শহীদ হন শহীদ- ১২৮তম শহীদ রফিকুল ইসলামের লিখিত কবিতা আগস্ট মাসের ছড়া মো: রফিকুল ইসলাম বুকে যাদের সাহস আছে সত্য পথে যারা তারাই পরে বিজয়মালা হার মানে না তারা। বুকে যাদের ঈমান আছে সত্য কায়েম করতে তারাই পারে বিজয় করে সত্য সমাজ গড়তে। বুকে যাদের ইচ্ছা আছে ধরেছে যারা পণ সত্যটাকে বিজয় করতে ক্ষয় হবে না কখন। ২০০৪ ইং রফিক ভাই মোছা: আফরোজা খাতুন (শহীদ রফিকের ছোট বোন) রফিক তুমি জীবন দিলে দ্বীনের কাজের জন্য আল্লাহর নিকট তোমার জীবন হাজার হাজার ধন্য। ভালো কাজে ছিলে সর্বদাই তুমি তোমার রক্ত দিয়ে রাঙালে এই ভূমি। ইমাম হাসান, ইমাম হোসেন আবু বকর, ওমর তুমিও যেন হতে পার তাদের মতো অমর।

আপনার মন্তব্য লিখুন

কপিরাইট © বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির